সাফল্য মানে কী এই প্রশ্নের উত্তর সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়। আজকের বিনোদন জগতে যেখানে জনপ্রিয়তা, হিট ছবি আর আলোচনার শিরোনামই সাফল্যের প্রধান মাপকাঠি হয়ে উঠেছে, সেখানে অভিনেতা শাশ্বত চ্যাটার্জির মন্তব্য যেন ভিন্ন এক বাস্তবতার কথা মনে করিয়ে দেয়। সামাজিক মাধ্যমে নিজের ভাবনার কথা তুলে ধরে তিনি জানালেন, প্রকৃত সাফল্য কখনোই ক্ষণিকের আলোড়নে ধরা পড়ে না।
শাশ্বতের মতে, সফল অভিনেতা সেই, যার নাম উঠলেই দর্শকের মনে ভেসে ওঠে তার অভিনীত দৃশ্যগুলো। সময় পেরিয়ে গেলেও যদি কোনো অভিনেতার কাজ মানুষের স্মৃতিতে জীবন্ত থাকে, তবেই সেই অভিনয় সত্যিকার অর্থে সফল। এই প্রসঙ্গে তিনি টেনে আনেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নির্মাতা সত্যজিৎ রায়ের নাম। তাঁর কথায়, বর্তমান সময়ে হয়তো আরও অনেক জনপ্রিয় ও বাণিজ্যিকভাবে সফল পরিচালক রয়েছেন, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে যাঁর কাজ মানুষ মনে রাখবে, সেই জায়গায় সত্যজিৎ রায় আজও অদ্বিতীয়।
শাশ্বত চ্যাটার্জি মনে করেন, ইতিহাস কখনো বর্তমান মুহূর্তে লেখা হয় না। সময়ই ধীরে ধীরে বেছে নেয়, কোন কাজ টিকে থাকবে আর কোনটি হারিয়ে যাবে। আজ যে সাফল্য চোখে পড়ছে, তা হয়তো কাল আর প্রাসঙ্গিক থাকবে না। আবার নীরবে, গভীর নিষ্ঠায় করা কোনো কাজই হয়ে উঠতে পারে ভবিষ্যতের স্মরণীয় অধ্যায়। তাঁর এই উপলব্ধি যেন শুধু একজন অভিনেতার ব্যক্তিগত মতামত নয়, বরং শিল্পীজীবনের দীর্ঘস্থায়ী মূল্যবোধের এক স্পষ্ট বার্তা সাফল্যের চেয়েও গুরুত্বপূর্ণ হলো এমন কাজ রেখে যাওয়া, যা সময়ের স্রোতেও মুছে যাবে না।
আরপি/টিকে