সম্পর্কের সংজ্ঞা নিয়ে ব্যস্ত শহুরে জীবনে নানা তর্ক, দ্বিধা আর জটিলতার ভিড়ে এক সহজ কিন্তু গভীর অনুভূতির কথা তুলে ধরলেন অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সামাজিক মাধ্যমে নিজের ভাবনার কথা জানিয়ে তিনি বললেন, পার্টনারশিপ আসলে কোনো শর্তের চুক্তি নয়, বরং এক ধরনের আশ্রয়।
পরমব্রতের ভাষায়, জীবনে এমন একজন মানুষকে খুঁজে পাওয়া, যার কাছে গেলে বিচার নয়, বরং শান্তি মেলে সেটাই প্রকৃত সম্পর্কের ভিত্তি। যেখানে মন খুলে সব কথা বলা যায়, নিজের দুর্বলতা প্রকাশ করতে ভয় লাগে না, আর নিঃশর্ত ভরসা রাখা যায়। তাঁর মতে, এই নির্ভার আর নিরাপদ অনুভূতিটাই মানুষ সারাজীবন খুঁজে ফেরে।
তিনি মনে করিয়ে দেন, সম্পর্ক মানে শুধু ভালো সময় ভাগ করে নেওয়া নয়, বরং ক্লান্তি, হতাশা আর ভাঙনের মুহূর্তেও একে অপরের পাশে দাঁড়ানো। বাইরে যতই কোলাহল থাকুক, দিনের শেষে যে জায়গায় গিয়ে মন শান্ত হয়, সেখানেই আসলে পার্টনারশিপের সত্যিকারের মানে লুকিয়ে থাকে।
পরমব্রত চ্যাটার্জির এই বক্তব্য বর্তমান সময়ের সম্পর্ক ভাবনাকে নতুন করে ভাবতে বাধ্য করে। সামাজিক মাধ্যমে সাজানো নিখুঁত সম্পর্কের ছবির আড়ালে যে বাস্তব অনুভূতি, নিরাপত্তা আর মানসিক আশ্রয়ের প্রয়োজন সেই কথাই যেন স্পষ্ট করে বললেন তিনি। অভিনয় আর রাজনীতির বাইরেও একজন সংবেদনশীল মানুষ হিসেবে তাঁর এই উপলব্ধি অনেকের মনেই ছুঁয়ে যাওয়ার মতো।
আরপি/টিকে