সময়ের সঙ্গে সমাজ এগিয়েছে এই ধারণার মাঝেই এক তীব্র আত্মসমালোচনার কথা তুলে ধরলেন ভারতীয় সংগীতশিল্পী সোমলতা আচার্য চৌধুরী। ধর্ম আর জাতপাত নিয়ে সমাজের মানসিকতা ক্রমশ আরও সংকীর্ণ হয়ে উঠছে বলে তাঁর উপলব্ধি। সামাজিক মাধ্যমে নিজের ভাবনা প্রকাশ করে তিনি জানালেন, যত দিন এগিয়েছে, আমরা এই বিষয়গুলোতে ততটাই পিছিয়ে পড়েছি।
সোমলতার মতে, আধুনিকতার মুখোশের আড়ালে সমাজ আজ আরও বেশি প্রাচীনপন্থী হয়ে উঠছে। ধর্মীয় বিভাজন ও জাতপাতের দেয়াল এতটাই শক্ত হয়েছে যে, মানুষের মধ্যে মানবিকতার জায়গাটা ক্রমশ সঙ্কুচিত হয়ে যাচ্ছে। তিনি আক্ষেপের সুরে বলেন, আমরা ভুলে যাচ্ছি এই সব পরিচয়ের বাইরেও জীবনে আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ, দায়িত্ব আর সম্ভাবনার জায়গা রয়েছে।
একজন শিল্পী হিসেবে সোমলতা মনে করেন, সঙ্গীত ও সংস্কৃতির কাজই মানুষের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে। অথচ সেই সংস্কৃতির সমাজেই বিভেদের রাজনীতি আরও জোরালো হচ্ছে। তাঁর কথায়, এগিয়ে যাওয়ার অর্থ শুধু প্রযুক্তি বা বাহ্যিক উন্নয়ন নয়, মানসিক দিক থেকেও উদার হওয়া। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সেই জায়গায় আমরা ক্রমেই পিছিয়ে যাচ্ছি।
সোমলতা আচার্য চৌধুরীর এই মন্তব্য শুধুই ব্যক্তিগত মত নয়, বরং সময়ের এক কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় সমাজকে। ধর্ম ও জাতের গণ্ডি পেরিয়ে মানবিকতা, সহাবস্থান আর সৃষ্টিশীলতার পথে এগোনোর যে আহ্বান, তা বর্তমান সময়ে বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
আরপি/টিকে