বেলারুশ সীমান্তবর্তী একটি জঙ্গলে গোপন সুড়ঙ্গ ব্যবহার করে ১৮০ জনেরও বেশি অভিবাসী পোল্যান্ডে প্রবেশ করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সুড়ঙ্গটি সন্ধান পাওয়ার পর পোল্যান্ডে প্রবেশ করা প্রায় ১৩০ জনকে আটক করা হয়েছে। তবে বাকিরা এখনও পলাতক রয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) পোলিশ বর্ডার গার্ড এক বিবৃতিতে এ তথ্য জানায়।
সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, সীমান্তরক্ষীরা সুড়ঙ্গটির ভিডিও প্রকাশ করেছে। সুড়ঙ্গটি গাছের শিকড় ও খোলা মাটির ভেতর দিয়ে খনন করা হয়েছিল এবং কাঠের খুঁটি ও ধাতব রড দিয়ে ঠেস দিয়ে রাখা ছিল। এর উচ্চতা ছিল মাত্র ১.৫ মিটার (৫ ফুট), ফলে বেশিরভাগ মানুষকে নিচু হয়ে চলাচল করতে হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ পোল্যান্ড ২০২১ সাল থেকে বেলারুশ সীমান্তে একটি অভিবাসী সংকটের মুখে রয়েছে।
পোল্যান্ড অভিযোগ করেছে, বেলারুশ এবং তাদের মিত্র রাশিয়া ইচ্ছাকৃতভাবে, মূলত মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মানুষদের সীমান্ত পার হতে উৎসাহ দিয়ে দেশটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে বেলারুশ ও রাশিয়া এসব অভিযোগ বারবার অস্বীকার করেছে।
বর্ডার গার্ড জানিয়েছে, চলতি বছরে পশ্চিমাঞ্চলীয় পডলাস্কি অঞ্চলে এটি চতুর্থ সুড়ঙ্গ যা তারা আবিষ্কার করল।
এছাড়াও, অভিবাসীদের নিয়ে যাওয়ার জন্য আসা ৬৯ বছর বয়সী এক পোলিশ নাগরিক ও ৪৯ বছর বয়সী এক লিথুয়ানিয়ান নাগরিককে আটক করা হয়েছে।
বর্ডার গার্ডের বিবৃতিতে বলা হয়, ‘জঙ্গলের ভেতরে গোপন সুড়ঙ্গটি বেলারুশ সীমান্ত থেকে আনুমানিক ৫০ মিটার দূরে ছিল এবং সুড়ঙ্গের বেরোনোর পথটি পোল্যান্ডের দিকে সীমান্ত বাধা থেকে প্রায় ১০ মিটার দূরে অবস্থিত ছিল।’
ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থার মাধ্যমে কতজন মানুষ সুড়ঙ্গটি ব্যবহার করেছে তা নির্ধারণ করা হয়েছে এবং পলাতক অভিবাসীদের খোঁজে সেনাবাহিনী ও পুলিশ যুক্ত হয়েছে বলেও জানানো হয়।
উল্লেখ্য, পোল্যান্ড ২০২২ সালে বেলারুশ সীমান্তে ১৮০ কিলোমিটার (১১০ মাইল) দীর্ঘ সীমান্ত বেড়া নির্মাণের কাজ শুরু করে।
এস,কে/টিএ