যশোর সদরে বিএনপির মিছিলে ঢুকে জয় বাংলা স্লোগান দেওয়ার প্রতিবাদ করায় সাইদুর রহমান নামের এক ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ ওঠেছে স্থানীয় যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার এনায়েতপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে রাত ১০টার দিকে স্থানীয় ফুলবাড়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে এবং লুট করা তিনটি গরু উদ্ধার করে।
ভুক্তভোগী সাইদুর রহমান যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
সাইদুরের ভাই আরিফুল বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় সাইদুরের নেতৃত্বে স্থানীয় বাজারে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে মিছিল বের করা হয়। মিছিলটি কিছু দূর গেলে যুবলীগ নেতা ফুল মিয়া মিছিলের সামনে এসে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। এ সময় সাইদুর এ ঘটনার প্রতিবাদ করলে ফুল মিয়া তাকে দেখে নেওয়ার হুমকি দেন। এর এক ঘণ্টা পর রাত সাড়ে ৭টার দিকে ফুল মিয়ার নেতৃত্বে ৩০-৪০ জন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী সাইদুরের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা দুই লাখ টাকা, দুই ভরি সোনার অলংকার, আটটি গরু ও চারটি ছাগল লুট করে নিয়ে যায়।’
সাইদুরের মা কোহিনুর বেগম বলেন, ‘তারা আমার বাড়ি ভাঙচুর করে সবকিছু নিয়ে গেছে। কিছু রাখেনি। আমি এর বিচার চাই।’
স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান বলেন, ‘তফসিল ঘোষণার পর আমরা মিছিল বের করলে মিছিলের সামনে যুবলীগ নেতা ফুল মিয়ার নেতৃত্বে স্থানীয় বাসিন্দা হারুন ও মাসুদ জয় বাংলা স্লোগান দেয়। সাইদুর এ ঘটনার প্রতিবাদ করলে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয় তার। ঘটনাটির মীমাংসা করার কথা বলে আমাদের স্কুল মাঠে বসিয়ে রেখে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সাইদুরের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। যারা তাণ্ডব চালিয়েছে তাদের একজন সবুজ হোসেনের বাড়ি থেকে পুলিশ তিনটি গরু উদ্ধার করেছে। তার পরও প্রশাসনের সামনে তারা আমাদের হত্যার হুমকি দেয়।’
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাজী বাবুল হোসেন সন্ধ্যায় জানান, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এমআর/টিএ