পাবনায় নাশকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে পাবনা শহরের কৃষ্ণপুর এলাকার নিজ বাড়ি থেকে জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেনকে (৫৫) গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, কামিল হোসেন ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত ছাত্র জাহিদ ও নিলয় হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।
এদিকে গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে আরেকটি বিশেষ অভিযানে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শহিদুল ইসলাম রতন এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাইমিন হোসেন চঞ্চল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলাকায় সংঘটিত একাধিক নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল জানান, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ চলছে।
এমকে/টিএ