খুলনায় অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর জোড়াগেট এলাকার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির ৩৩/১১ কেভি উপকেন্দ্রের পাশের একটি লেদ থেকে অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এসব যন্ত্রাংশ দিয়ে অন্তত ৩০টি অস্ত্র তৈরি করা সম্ভব বলে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানিয়েছেন। অস্ত্র তৈরি ও বিক্রির সঙ্গে আরো কারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
তিনি বলেন, ‘আমাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য ছিল যে নগরীর একটি নির্দিষ্ট এলাকায় গোপনে অস্ত্র তৈরির একটি কারখানা পরিচালিত হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধারকৃত যন্ত্রাংশগুলো মূলত অস্ত্রের প্রাথমিক কাঠামো তৈরির কাজে ব্যবহূত হতো। এই যন্ত্রাংশগুলো অ্যাসেম্বল করা হলে প্রায় ৩০টি আগ্নেয়াস্ত্র তৈরি করা সম্ভব।’
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কারখানাটি অন্তত ছয় মাস ধরে কার্যক্রম চালিয়ে আসছিল।
উপপুলিশ কমিশনার তাজুল ইসলাম বলেন, ‘এ ঘটনার সঙ্গে আরো ব্যবসায়ী ও কারিগর জড়িত থাকতে পারে। আমাদের অভিযান এখানেই শেষ নয়। পরবর্তী অপারেশনের মাধ্যমে এই অস্ত্রচক্রের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’
আইকে/টিএ