লিবিয়ার ডাকের চেয়ারম্যানের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

লিবিয়া পোস্ট (লিবিয়া ডাক) এর চেয়ারম্যান সামি আল-গাজউই-এর সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। বৈঠকে লিবিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) লিবিয়ার ডাক এর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে পোস্টাল ব্যালটের ভোটাধিকার নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে বলে চেয়ারম্যানকে অবহিত করেন। তিনি জানান, এই নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সুযোগ পাচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ নির্বাচন কমিশন ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে এবং এখন পর্যন্ত লিবিয়া থেকে পাঁচ শতাধিক বাংলাদেশি নিবন্ধন সম্পন্ন করেছেন। 

এ পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের কনভেনশন অনুযায়ী লিবিয়া পোস্টের সহযোগিতা কামনা করেন। তিনি পোস্টাল ব্যালট লিবিয়া পোস্টের মাধ্যমে বিনামূল্যে গ্রহণ ও বিতরণ এবং দ্রুততম সময়ে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ করেন।

লিবিয়া পোস্টের চেয়ারম্যান বাংলাদেশ সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং প্রবাসে বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার প্রচেষ্টাকে প্রশংসা করেন। তিনি জানান, লিবিয়া পোস্ট বিশেষ ব্যবস্থায় ব্যালট বিতরণ ও ফেরত পাঠানোর কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করবে। এ লক্ষ্যে লিবিয়ার বিভিন্ন অঞ্চলের পোস্ট অফিসকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

তিনি আরও নিশ্চিত করেন, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের কনভেনশন অনুযায়ী ব্যালট গ্রহণ ও ফেরত সেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি তিনি বাংলাদেশ ডাক বিভাগ ও লিবিয়া পোস্টের এই সহযোগিতাকে স্মরণীয় করতে একটি স্মারক ডাকটিকিট উন্মোচনের প্রস্তাবও দেন।

বৈঠকে বাংলাদেশ থেকে পোস্টাল ব্যালট আসার পর তা লিবিয়া পোস্টের মাধ্যমে নিবন্ধিত ভোটারদের নিকটবর্তী পোস্ট অফিসে পৌঁছে দেওয়া এবং সংশ্লিষ্ট ব্যালট সংগ্রহের জন্য ভোটারদের ফোন বা এসএমএসের মাধ্যমে অবহিত করার সিদ্ধান্ত হয়।

এ ছাড়া, ব্যালট ফেরত পাঠানোর সুবিধার্থে ত্রিপলী, বেনগাজি ও মিসরাতাসহ প্রধান শহরের নির্দিষ্ট পোস্ট অফিসে ব্যালটখাম গ্রহণের ব্যবস্থা করা হবে। তদুপরি, প্রয়োজনীয় ক্ষেত্রে তাৎক্ষণিক সমন্বয় নিশ্চিত করতে লিবিয়া পোস্ট এবং বাংলাদেশ দূতাবাস উভয় পক্ষ থেকে ফোকাল পয়েন্ট কর্মকর্তা মনোনীত করা হয়েছে।

এই পরিপ্রেক্ষিতে লিবিয়ায় বসবাসরত নিবন্ধিত বাংলাদেশি নাগরিকরা নির্বিঘ্নে পোস্টাল ব্যালট গ্রহণ ও পাঠানোর সুযোগ পাবেন বলে দূতাবাস প্রত্যাশা ব্যক্ত করছে। 

উল্লেখ্য, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং তা ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত চালু থাকবে। এমতাবস্থায় লিবিয়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য দূতাবাস আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছে।

বৈঠকে লিবিয়ায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের লিবিয়া পোস্টের বিভিন্ন সেবা গ্রহণের বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে ত্রিপলী থেকে দূরবর্তী শহরে বসবাসরত বাংলাদেশিদের জন্য পাসপোর্টসহ বিভিন্ন কনস্যুলার সেবা লিবিয়া পোস্টের মাধ্যমে প্রদানের সম্ভাবনা নিয়ে আলোকপাত হয়। এ বিষয়ে উভয় পক্ষ ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়।


আরপি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
পরিবারের সিদ্ধান্তে হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি Dec 14, 2025
img
সব আনন্দ মিস করছি: মিমি চক্রবর্তী Dec 14, 2025
img
প্রতারণা মামলায় তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ Dec 14, 2025
img

জামায়াত নেতা মিলন

হাদিকে বারবার প্রাণনাশের হুমকি দিলেও পদক্ষেপ নেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয় Dec 14, 2025
img
ঝিনাইদহ সীমান্তে বিজিবির সতর্কতা জোরদার Dec 14, 2025
img
৫৪ বছরেও বুদ্ধিজীবী হত্যার তদন্ত বা বিচার করা হয়নি : গোলাম পরওয়ার Dec 14, 2025
img
রাজশাহীতে শিশু সাজিদের ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ Dec 14, 2025
img
১৭ দিনে ১ বিলিয়ন ডলার আয় করল ডিজনি অ্যানিমেশন সিক্যুয়াল ‘জুটোপিয়া টু’ Dec 14, 2025
img
ক্রিকেটারদের গেটের বাইরে আটকে রাখা হয়েছিল, দাবি তামিমের Dec 14, 2025
img
মানুষের বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে : পরীমনি Dec 14, 2025
img
'বাস্তিয়ান পাব' এর ঘটনায় ফের চর্চায় রাজ-শিল্পা দম্পতি Dec 14, 2025
img
সম্ভাব্য প্রার্থীকে গুলি, আমার মাথার ওপর বাজ পড়েছে : সিইসি Dec 14, 2025
img
বিমানবন্দরের অপ্রীতিকর ঘটনায় অসন্তোষ প্রকাশ ম্যাককালামের Dec 14, 2025
img
৪র্থ বিবাহবার্ষিকীতে দাম্পত্যযাপন নিয়ে আবেগী পোস্ট অঙ্কিতা-ভিকির Dec 14, 2025
img
বাস্তব জীবন সিনেমার থেকেও বেশি সিনেমাটিক: তৌসিফ মাহবুব Dec 14, 2025
img
হাদিকে হামলার ঘটনায় মোটরসাইকেল মালিক হান্নান রিমান্ডে Dec 14, 2025
img
নির্বাচন বানচালের অপচেষ্টা ব্যর্থ হবে : ইসি সানাউল্লাহ Dec 14, 2025
img
সুদানে নিহত সেনা সদস্য শামীম রেজার গ্রামের বাড়িতে শোকের মাতম Dec 14, 2025
img
চেনা দুই প্রতিপক্ষ নির্বাচন বানচাল ও ধর্মের নামে বিভাজনের চেষ্টা করছে: মির্জা ফখরুল Dec 14, 2025
img

দিল্লির প্রতিক্রিয়া

ভারতের মাটি কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কার্যক্রমে ব্যবহার হয়নি Dec 14, 2025