‘গত দেড় দশকে নির্বাচন কমিশনের প্রতি আস্থা ও আত্মবিশ্বাসে সবচেয়ে বড় অধঃপতন হয়েছে। সেটা ফিরিয়ে আনাই এখন আমাদের জন্য চ্যালেঞ্জ।’
নির্বাচন কমিশনের প্রতি গত দেড় দশকে মানুষের আস্থার বড় অধঃপতন হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। এখন আস্থা ফিরিয়ে আনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বলেও জানান তিনি।
রোববার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন আবুল ফজল মো. সানাউল্লাহ। ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘গত দেড় দশকে নির্বাচন কমিশনের প্রতি আস্থা ও আত্মবিশ্বাসে সবচেয়ে বড় অধঃপতন হয়েছে। সেটা ফিরিয়ে আনাই এখন আমাদের জন্য চ্যালেঞ্জ।’
এসএস/এসএন