কুমিল্লার দেবীদ্বারে নাশকতার মামলায় দুই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রবিবার কুমিল্লা ৪ নম্বর আমলী আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন— উপজেলার সুবিল গ্রামের মৃত. আব্দুল হাকিম মিয়ার ছেলে ও সুবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. এমদাদুল হক (৪৪) এবং পৌরসভার ইকরা নগরীর মো. জালাল মিয়ার ছেলে ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য নাজমুল হাসান (২৫)।
এদিকে নাজমুল হাসানকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) একজন কর্মী হিসেবে দাবি তার এক নিকট আত্মীয় জানান, তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন না।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার হোসেন বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রোধে পুলিশের বিশেষ অভিযানে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’
প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেীবদ্বার উপজেলার মাধাইয়া থেকে খাদঘর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। ওই ঘটনায় দেবীদ্বার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অজয় বাদী হয়ে একটি নাশকতার মামলা করেন। ওই মামলায় তাদের আটক করা হয়।