যমুনা অয়েল কোম্পানির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াকুবকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে নগরের আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন (শনিবার) তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।
রোববার (১৪ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে চান্দগাঁও থানা পুলিশ। এদিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ডিবি গ্রেপ্তারের পর ইয়াকুবকে চান্দগাঁও থানায় হস্তান্তর করে। পরবর্তীতে সেপ্টেম্বরে হওয়া জুলাই আন্দোলনের একটি মামলায় ইয়াকুবকে আদালতে সোপর্দ করা হয়।