১৯৭১ সালের বুদ্ধিজীবী হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. শামীম উদ্দীন খানের পদত্যাগের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রবিবার (১৪ই ডিসেম্বর) রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
ঘটনার সূত্রপাত হয় দুপুরে অনুষ্ঠিত একটি আলোচনা সভায়। দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে 'মুক্তচিন্তা, মুক্তিযুদ্ধ এবং একাত্তরের বুদ্ধিজীবী হত্যা' শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শামীম উদ্দীন খান মন্তব্য করেন, 'পাকিস্তানি যোদ্ধারা বুদ্ধিজীবীদের হত্যা করবে এটা অবান্তর।'
তার এই বক্তব্যের পরপরই ক্যাম্পাসে সমালোচনার ঝড় ওঠে। এর প্রতিবাদে রাতেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকরে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ছাত্রদলের নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অধ্যাপক শামীম উদ্দীন খানকে অবিলম্বে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। তারা আরও বলেন, পদত্যাগ করে তাকে পাকিস্তান চলে যেতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
ইএ/টিএ