নিজের সম্পর্কের ইতিহাস নিয়ে বরাবরই খোলামেলা কনিকা সদানন্দ। কখনও তা শিরোনাম হয়েছে সাহসী স্বীকারোক্তির জন্য, কখনও আবার আলোচনায় এসেছে তার জীবনের উত্থান-পতনের গল্প। ‘বিগ বস’-এর ঘরে বসেই তিনি জানিয়েছিলেন, জীবনে চারটি প্রেম, দুটি বিয়ে এবং দুটি একত্রবাসের অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। সেই স্বীকারোক্তি তখন যেমন চমক জাগিয়েছিল, তেমনই ফের নতুন আলোচনার জন্ম দিল সাম্প্রতিক এক অনুষ্ঠানে।
এই পর্বের সূত্রপাত ফরাহ খানের সঙ্গে কুনিকার পুনর্মিলনে। ‘বিগ বস’-এর কিছু পর্ব সঞ্চালনার সময় ফরাহ একবার বলেছিলেন, কনিকার মধ্যে অন্যদের নিয়ন্ত্রণ করার প্রবণতা রয়েছে। সেই মন্তব্যে তখন আঘাত পেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজের জীবন ফিরে তাকিয়ে কুনিকা বুঝেছেন, কথার গভীরে সত্য ছিল। সম্প্রতি ফরাহর অনুষ্ঠানে এসে তিনি স্বীকার করেন, অতিরিক্ত ভালোবাসার চাপে তাঁর কাছের মানুষদের দমবন্ধ লেগেছে। প্রেম হোক বা অন্য কোনও সম্পর্ক, একই ভুল বারবার হয়েছে বলেই তাঁর উপলব্ধি।
কনিকার এই আত্মসমালোচনার কথা শুনে ফরাহ খান রসিকতার সুরে বলেন, এবার তার জীবনে নতুন করে প্রেম আসার সময় হয়েছে। আরও একবার প্রেমে পড়ার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে ফরাহ জানান, একসময় তাঁর মধ্যেও নিয়ন্ত্রণের অভ্যাস ছিল, তবে ধীরে ধীরে তিনি তা কাটিয়ে উঠেছেন।
এর পাশাপাশি কনিকা নিজের জীবনের অন্ধকার অধ্যায়ও সামনে আনেন। জানান, কোনও দিন মাদক নেননি ঠিকই, কিন্তু এক সময় অতিরিক্ত মদ্যপানের অভ্যাস ছিল তাঁর। একটি সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। নিজের শারীরিক পরিবর্তন দেখে নিজেই চমকে উঠেছিলেন। সেই সময় থেকেই জীবনের সম্পর্কগুলোকে নতুন চোখে দেখার শিক্ষা পেয়েছেন অভিনেত্রী।
সব মিলিয়ে কনিকার জীবনের অভিজ্ঞতা আজ আর লুকোনো কোনও গল্প নয়। বরং তা হয়ে উঠেছে তাঁর আত্মসম্মান, উপলব্ধি আর পরিবর্তনের কথা বলা এক খোলা ডায়েরি। আর সেই ডায়েরির পাতায় ফের নতুন করে প্রেমের সম্ভাবনার ইঙ্গিত রাখলেন ফরাহ খান।
আরপি/টিকে