বলিউডের কৌতুকপ্রেমী দর্শকদের জন্য বড় সুখবর। দীর্ঘ পনেরো বছর পর আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন অক্ষয় কুমার ও অনীস বাজমি। এক সময় যাদের জুটি মানেই ছিল প্রেক্ষাগৃহজুড়ে হাসির রোল, সেই জুটি ফিরছে নতুন একটি কৌতুক ছবির মাধ্যমে।
পরিচালক অনীস বাজমি নিজেই নিশ্চিত করেছেন, ছবিটির চিত্রনাট্যের কাজ প্রায় শেষের পথে। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই শুটিং শুরু হবে। ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি। এটি হবে অক্ষয় কুমার ও অনীস বাজমির প্রথম একসঙ্গে কাজ, থ্যাঙ্ক ইউ-এর পর।
এর আগে এই জুটির হাত ধরেই দর্শক পেয়েছে জনপ্রিয় ও ব্যবসাসফল ছবি ওয়েলকাম এবং সিং ইজ কিং। সময়ের সঙ্গে সঙ্গে এই ছবিগুলো কেবল হিট নয়, বরং দর্শকের কাছে রীতিমতো কাল্ট মর্যাদা পেয়েছে।
পুনর্মিলন প্রসঙ্গে অনীস বাজমি জানিয়েছেন, অক্ষয় কুমারের সঙ্গে তার সম্পর্ক বরাবরই পারস্পরিক সম্মান আর বোঝাপড়ার উপর দাঁড়িয়ে। দীর্ঘদিন একসঙ্গে কাজ না করলেও যোগাযোগ কখনো বিচ্ছিন্ন হয়নি। তাই নতুন এই কাজকে তিনি স্বাভাবিক ও সময়োপযোগী এক অগ্রগতি হিসেবেই দেখছেন।
সম্প্রতি ভুল ভুলাইয়া ৩ নির্মাণ শেষে অনীস বাজমি আবারও কৌতুক ঘরানার চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন। তার মতে, কৌতুক লেখা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। তবে এই ঘরানার ছবিই দর্শকের মনে সবচেয়ে দীর্ঘদিন জায়গা করে নেয়, যেখানে অ্যাকশননির্ভর ছবির আবেদন অনেক সময় দ্রুত ফুরিয়ে যায়।
অক্ষয় কুমারের সময়জ্ঞাননির্ভর অভিনয় আর অনীস বাজমির পরিস্থিতিনির্ভর কৌতুক নির্মাণের দক্ষতা মিলিয়ে নতুন এই ছবিকে ঘিরে প্রত্যাশা এখন তুঙ্গে। দীর্ঘদিন পর বড় পর্দায় খাঁটি বিনোদনের খোঁজে থাকা দর্শকের জন্য এই ছবি হতে পারে স্বস্তির নিশ্বাস।