বলিউডের নতুন হিট ‘ধুরন্ধর’ ভারতের বক্সঅফিসে রেকর্ড গড়েছে। মুক্তির দ্বাদশ দিনে এ ছবি আমির খানের ‘দঙ্গল’ এর ৩৮৭ কোটি টাকার ব্যবসা ছাড়িয়ে ৪০০ কোটি টাকার মাইলফলক স্পর্শ করেছে। এর আগে ‘পুষ্পা ২’ ও ‘ছাওয়া’-র রেকর্ডও ভেঙেছিল ‘ধুরন্ধর’।
এছাড়া, রণবীর সিংহ অভিনীত ‘সঞ্জু’-র ৩৪২ কোটি টাকার ব্যবসাও অতিক্রম করেছে এই ছবি। তবে এখনও ‘জওয়ান’, ‘স্ত্রী ২’, ‘অ্যানিম্যাল’, ‘পাঠান’ ও ‘গদর ২’ এর নজিরের থেকে কিছুটা পিছিয়ে আছে। উদাহরণস্বরূপ, ‘জওয়ান’ ৬৪৩.৮৭ কোটি, ‘স্ত্রী ২’ ৬২৭ কোটি, ‘অ্যানিম্যাল’ ৫৫৬.৩৬ কোটি, ‘পাঠান’ ৫৪৩.০৫ কোটি এবং ‘গদর ২’ ৫২৫.৪৫ কোটি টাকার ব্যবসা করেছে।
‘ধুরন্ধর’-কে ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। কেউ ছবিকে ‘প্রোপাগান্ডা’ বলে অভিহিত করেছেন, আবার হিংসার অতিরিক্ত প্রদর্শন নিয়েও সমালোচনা হয়েছে। তবুও, বক্সঅফিসে এর প্রভাব পড়েনি। এই ছবির মাধ্যমে রণবীর আরও দুটি ছবির, ‘সিম্বা’ ও ‘পদ্মাবত’-এর রেকর্ডও ভেঙেছেন।
সংক্ষেপে, ‘ধুরন্ধর’ ইতিমধ্যেই বক্সঅফিসে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে, এবং রণবীরের পরবর্তী ছবিগুলির জন্য প্রত্যাশা আরও বেড়েছে।
আরপি/এসএন