ওসমান হাদির ওপর হামলাকারী প্রধান অভিযুক্ত ফয়সালকে জীবিট অবস্থায় হাজির করতে হবে, এমনটাই জানিয়েছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।
এক ফেসবুক পোস্টে জুমা বলেন, প্রধান উপদেষ্টার সাথে সেদিন সাক্ষাৎ এর সময় তারা আমাদের কনফার্ম করেছেন ঘটনার ৩-৪ ঘণ্টার মধ্যে বর্ডার সিল করা হয়েছে। এটা স্পষ্ট যে অপরাধী এখনো দেশেই আছে। বর্ডার পার করেছে এই প্রোপাগাণ্ডা ছড়িয়ে তাদের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, এবং একে ওকে ধরে ব্যাপারটা নরমালাইজ করার চেষ্টা করছে।
তিনি বলেন, ফয়সাল সহ পুরো সিন্ডিকেটকে গ্রেপ্তার করতে হবে। এবং জীবিত অবস্থায় আমাদের সামনে হাজির করতে হবে।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে এক জরুরি কল কনফারেন্সে তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই আলোচনায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদি অংশ নেন।
এরপর সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর প্রায় এক ঘণ্টার মধ্যে তাকে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আরপি/এসএন