নতুন লুকে পর্দায় ফিরছেন বাঁধন। ওজন কমিয়ে নিজের শারীরিক পরিবর্তনের পাশাপাশি অভিনয়ের জাদুতে আবারও দর্শকদের চমকে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নতুন লুকে হাজির হয়ে তিনি যেমন আলোচনার জন্ম দিয়েছেন, তেমনি একের পর এক বড় প্রজেক্টে যুক্ত হয়ে নিজের অবস্থানের জানান দিচ্ছেন। এবার সেলুলয়েডের পর্দায় তাকে দেখা যাবে সরকারি কর্মকর্তার চরিত্রে।
অভিনেত্রী বাঁধন ইতিমধ্যেই শেষ করেছেন তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাস্টার’-এর কাজ। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি নিয়ে চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক কৌতূহল রয়েছে। এটি একটি রাজনৈতিক থ্রিলার ঘরানার সিনেমা। একটি উপজেলার স্থানীয় রাজনীতিকে কেন্দ্র করে ছবির কাহিনী আবর্তিত হয়েছে।
সিনেমাটিতে বাঁধনকে একজন উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) শক্তিশালী চরিত্রে দেখা যাবে। রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত এই সিনেমার শুটিং শেষ হয়েছে গত বছরের এপ্রিলে। ছবির পোস্ট-প্রোডাকশনের বড় একটি অংশ শেষ হয়েছে দক্ষিণ কোরিয়াতে।
নির্মাতা সুমিত জানিয়েছেন, ‘মাস্টার’ প্রথমে দেশ-বিদেশের বিভিন্ন নামী চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। উৎসবের সফর শেষে এটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটিতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন তুখোড় অভিনেতা নাসির উদ্দিন খান এবং জাকিয়া বারী মম।
বাঁধনের মুকুটে যুক্ত হয়েছে আরও একটি নতুন পালক। তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘বনলতা এক্সপ্রেস’ শিরোনামের একটি বড় বাজেটের সিনেমায়। ছবিটির বিশেষত্ব হলো এর তারকাবহুল কাস্টিং। এই সিনেমায় বাঁধনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর ও জাকিয়া বারী মম।
গ্ল্যামার ও প্রতিভার মিশেলে আজমেরী হক বাঁধন যেভাবে নিজেকে নতুন করে উপস্থাপন করছেন, তাতে তার আসন্ন সিনেমাগুলো বক্স অফিসে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
কেএন/টিএ