দীর্ঘ সময় ধরে শরীর আর মনের লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়েছেন সামান্থা রুথ প্রভু। সেই কষ্টের কথা কখনো আড়াল করেননি তিনি। বরং প্রকাশ্যেই স্বীকার করেছেন, গত কয়েক বছর তাঁর কাছে ছিল পরীক্ষার মতো। তবে সেই অধ্যায় পেরিয়ে এবার জীবনের নতুন পথে হাঁটতে চাইছেন অভিনেত্রী।
সম্প্রতি দ্বিতীয় বিয়ে সেরেছেন সামান্থা। রাজ নিদিমোরুর সঙ্গে সংসার শুরু করার পরই যেন নিজের জীবনদর্শনেও বড় পরিবর্তন এনেছেন তিনি। আসন্ন বছর নিয়ে তাঁর ভাবনায় আর নেই অস্থিরতা কিংবা ছুটে চলার তাগিদ। জীবনের ইঁদুর দৌড়ে আর অংশ নিতে চান না বলেই সাফ জানিয়ে দিয়েছেন অভিনেত্রী।
নিজের একটি ছবি ভাগ করে নিয়ে সমান্থা জানিয়েছেন, নতুন বছরে তিনি কী কী বিষয়কে প্রাধান্য দিতে চান। জীবনের প্রতি কৃতজ্ঞ থাকা, শরীর ও মনের যত্ন নেওয়া আর নিজের ভেতরের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য। কাছের ও মূল্যবান সম্পর্কগুলিতে আরও সময় দিতে চান তিনি, যেগুলো সত্যিই তাঁর জীবনে স্থায়িত্ব এনে দেয়।
সামান্থার মতে, কারণ ও উপলক্ষ ছাড়া আর কিছু করতে চান না তিনি। যা করবেন, মন থেকে করবেন। সাফল্য, খ্যাতি কিংবা উত্তেজনার চেয়েও তাঁর কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ মানসিক শান্তি ও জীবনের ভারসাম্য। এই জায়গাতেই তিনি খুঁজে পেয়েছেন নিজের নতুন শক্তি।
অভিনেত্রী মনে করেন, জীবনে সমতা বজায় রাখা আর নিজের সঙ্গে সৎ থাকাই সবচেয়ে বড় সাফল্য। তাই ২০২৬ সালকে তিনি দেখতে চান এক নতুন প্রস্তুতির বছর হিসেবে। শুধু অভিনেত্রী হিসেবেই নয়, একজন মানুষ হিসেবেও নিজেকে আরও পরিণত করে তুলতে চান সমান্থা।
উল্লেখ্য, ২০২১ সালে নাগ চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়লেও ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নেন অভিনেত্রী। চলতি মাসের শুরুতে দ্বিতীয়বার বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন সমান্থা রুথ প্রভু। আর সেই নতুন পথেই তিনি খুঁজছেন শান্তি, স্থায়িত্ব আর নিজের মতো করে বাঁচার সাহস।
আরপি/এসএন