নেটদুনিয়া থেকে বড়পর্দায় পা রাখার গল্প এখন আর নতুন নয়। তবু সেই যাত্রাপথে প্রশ্ন, সন্দেহ আর অনুযোগের শেষ নেই বিশেষ করে টলিউডে। সেই কথাই খোলাখুলি জানালেন প্রীতি সরকার, যাঁকে বহু মানুষ এখনো চেনেন ‘পাপা কি পরি’ নামেই।
পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের আসন্ন ছবি ‘মন মানে না’-তে দ্বিতীয় নায়িকার চরিত্রে অভিনয় করছেন প্রীতি। নেটপ্রভাবী থেকে অভিনেত্রী হয়ে ওঠার এই মুহূর্তে আনন্দের পাশাপাশি রয়েছে অভিজ্ঞতার ঝুলি। ছবির কথা জানতে চেয়ে যোগাযোগ করা হলে হাসিমুখেই জানান, পর্দায় মেয়েকে দেখার জন্য তাঁর মা বাবা ভীষণ উচ্ছ্বসিত।
নেটপ্রভাবীরা কি আদৌ বড়পর্দার অভিনেতা হতে পারেন এই প্রশ্ন বহুবার শুনেছেন প্রীতি। উত্তরে তিনি জানান, বলিউড অনেক আগেই বিষয়টি মেনে নিয়েছে, কিন্তু টলিউডে এখনও তা গ্রহণ করতে কষ্ট হয়। তাঁর অভিজ্ঞতা বলছে, অনেকেই বুঝতে চান না যে যাঁরা নিয়মিত কনটেন্ট তৈরি করেন, তাঁরা দিনের পর দিন ক্যামেরার সামনে থেকেই অভিনয়ের চর্চা করেন। ফলে ক্যামেরাভীতি তাঁদের থাকে না। এই কারণেই আজকাল বহু অভিনেতাও নিজেকে আলোচনায় রাখতে সমাজমাধ্যমে নানা ভিডিও বানাচ্ছেন।
তবে প্রীতি এটাও মানেন, সব কনটেন্ট নির্মাতাই যে অভিনয় জানেন, এমন নয়। কিন্তু বিনোদনদুনিয়া ধীরে ধীরে বুঝতে শুরু করেছে, নেটপ্রভাবীদের একেবারে দূরে সরিয়ে রাখার সময় শেষ। সাত বছর ধরে এই জগতেই নিজেকে তৈরি করেছেন প্রীতি। সমাজমাধ্যমের জন্য ছোট পরিসরের ধারাবাহিক নির্মাণ করেছেন, অভিনয় করেছেন নানা চরিত্রে। সেই অভিজ্ঞতাই বড়পর্দায় কাজে লেগেছে বলে তাঁর বিশ্বাস।
এই ছবিতে প্রীতির বিপরীতে রয়েছেন ঋত্বিক ভৌমিক। নামী অভিনেতার সঙ্গে কাজ করতে গিয়ে ভয় পেয়েছিলেন কি না, সেই প্রশ্নে তিনি সোজাসাপ্টা জানান, ভয় লাগেনি। কারণ কনটেন্ট বানাতে বানাতেই অভিনয় তাঁর দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। আসলে তিনি অন্য একটি চরিত্রের জন্য পরীক্ষায় অংশ নিতে গিয়েছিলেন। কিন্তু পরিচালক তাঁকে বেছে নেন দ্বিতীয় নায়িকা শ্রেয়ার চরিত্রের জন্য।
এই চরিত্রের জন্য নিজেকে অনেকটাই বদলাতে হয়েছে প্রীতিকে। কণ্ঠস্বরে পরিবর্তন এনেছেন, ভাঙতে হয়েছে নিজের চেনা ছাঁচ। চ্যালেঞ্জটা বড় ছিল, তবে সেটাকেই উপভোগ করেছেন তিনি। নিজের কথায়, নিজেকে ভাঙতে কষ্ট হয়নি, কারণ দীর্ঘ দিন ধরেই এই ভাঙাগড়ার মধ্যেই তাঁর পথচলা।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও অকপট প্রীতি। তিনি স্বীকার করেন, প্রেমে বহুবার আঘাত পেয়েছেন। তবু প্রেম থেকে দূরে থাকতে পারেন না। সেই খোলামেলা স্বীকারোক্তিও যেন তাঁর মতো করেই সোজাসাপ্টা জীবন যেমন, প্রেমও তেমনই।
নেটদুনিয়া থেকে টলিউড প্রীতি সরকারের এই যাত্রা তাই শুধু একটি চরিত্র পাওয়ার গল্প নয়। বরং এটি বদলে যাওয়া বিনোদন জগতের এক বাস্তব প্রতিচ্ছবি, যেখানে নতুন পরিচয় আর পুরোনো ধারণার সংঘর্ষ এখনও চলছেই।
আরপি/এসএন