জীবনের চলার পথে ভালো-মন্দের ভারসাম্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরলেন ভারতীয় অভিনেতা রঞ্জিত মল্লিক। একটি মন্তব্যে তিনি বলেছেন, নাম, খ্যাতি বা সম্পদ যতই বাড়ুক, মানুষ সহজেই ভুলের পথে যেতে পারে। তাই সবকিছুর মধ্যে ব্যালান্স রাখা, লোভ বা অহঙ্কারে ভেসে না যাওয়া এই বিষয়গুলো মেনে চললেই জীবন হয়ে ওঠে সুন্দর ও শান্তিময়।
রঞ্জিতের কথায়, সাফল্য ও জনপ্রিয়তা নিজের স্বাভাবিক আচরণ বা মূল্যবোধকে ছাপিয়ে গেলে তা দীর্ঘস্থায়ী সুখ দিতে পারে না।
তাই ব্যক্তি ও সমাজের প্রতি দায়বদ্ধতা, মননশীলতা আর সংযমই জীবনকে সত্যিকারের অর্থপূর্ণ করে তোলে। অভিনেতার এই সরল বক্তব্য যেন আজকের ব্যস্ত ও দ্রুতগতির জীবনে সতর্কবার্তা হিসেবে প্রকাশ পায়, যেখানে মানুষ সহজেই বাহ্যিক মোহে হারিয়ে যেতে পারে।
আরপি/এসএন