ফরিদপুরে ট্রাকচাপায় দুই স্কুলছাত্র নিহত

ফরিদপুর সদর উপজেলায় ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরেক স্কুলছাত্র।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের বনগ্রাম-সমেশপুর সড়কে বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের নিকট এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ওই ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

নিহত দুই স্কুলছাত্র হল- বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র কৈজুরি ইউনিয়নের সমেশপুর গ্রামের ফারুখ শেখের ছেলে বাবু মোল্লা (১২) ও একই গ্রামের মৃত আব্দুর সরদারের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র আসিফ হোসেন (১৩)। এ ঘটনায় আহত হয়েছে ওই মোটরসাইকেলের আরেক আরোহী সমেশপুরের আজিজুল মোল্লার ছেলে ইয়ামিন মোল্লা (১২)। ইয়ামিন ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা বিষয়ক শিক্ষক হুমায়ূন কবীর জানান, বিদ্যালয় ছুটি হলে আসিফ ও অপর দুইজন একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। এসময় মুন্সী বাজারগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আসিফ ও বাবু ঘটনাস্থলেই মারা যায়। ইয়ামিন সামান্য আহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার এসআই নজরুল ইসলাম জানান, এ দুর্ঘটনার পর স্কুলের ছাত্র-ছাত্রী ও স্থানীয়রা ট্রাকটিকে পুড়িয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতল মর্গে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: