আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান 'অপারেশন ডেভিল হান্ট ফেজ-২' এ গত ২৪ ঘণ্টায় ৬৯৮ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৯৮ জনকে গ্রেফতারের পাশাপাশি ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও, পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২৮ হাজার ৭৬৬টি মোটরসাইকেল এবং ৪৩ হাজার ৩৫২টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ২৯১টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়।
এর আগে রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে জানানো হয়, 'অপারেশন ডেভিল হান্ট ফেজ-২' অভিযানে সারাদেশে গত ৮দিনে ৬ হাজার ৫৯৮ জনকে গ্রেফতার করেছে। এ সময় ৫৬টি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা থেকে সারাদেশে একযোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পিএ/টিএ