ধর্ষণ মামলায় জড়িয়ে সব হারিয়েছেন দানি আলভেস। এমন ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রিয় খেলা ফুটবল থেকে দূরে সরে যেতে হয়েছে। সম্মান তো খুইয়েছেন। সঙ্গে পরিবারও হারিয়েছেন। এমন ঘটনা প্রকাশ্যে আসার পরেই আলভেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তার স্ত্রী।
সব হারানো আলভেস আবারও ফিরতে চান মাঠে। সেটিও ৪২ বছর বয়সে এসে। ক্যারিয়ারের গোধূলিলগ্নের সঙ্গে প্রায় ৩ বছর মাঠের বাইরে থাকা ডিফেন্ডারকে কোনো ক্লাব দলে নিতে আগ্রহ দেখাবে না এটাই স্বাভাবিক।
তবে মাঠে ফিরতে যান আলভেস। সেটা যেকোনো উপায়ে। তাই তো ক্লাব কেনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের ক্লাব দিয়েই পেশাদার ফুটবলে ফিরতে চান ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার।
এমনই সংবাদ জানিয়েছে ইএসপিএন ব্রাজিল।
পতুর্গালের তৃতীয় বিভাগের ক্লাব সাও জোয়াও দে ভেরের মালিকানা কেনার চূড়ান্ত পর্যায়ে আছেন আলভেস এমনটাই জানিয়েছে পর্তুগালের সংবাদ মাধ্যমগুলোও। মৌসুম শেষে ৫০ শতাংশ কেনার কথা রয়েছে তার। মালিক হয়ে চলতি মৌসুমে ৯ম স্থানে থাকা দলটির হয়ে অন্তত ৬ মাস পেশাদার ফুটবল খেলতে চান তিনি। এরপরেই বুটজোড়া তুলে রাখতে চান বার্সেলোনার সাবেক ডিফেন্ডার।
বার্সেলোনার একটি নাইট ক্লাবে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন আলভেস। বিচার শুরুর আগেই এক বছরের বেশি সময় জেল খাটেন। গত বছর প্রথম রায়ে তাকে সাড়ে ৪ বছরের জেল দেয় স্পেনের আদালত। পরে জামিনে ছাড়া পান তিনি। চলতি বছরের মার্চে একদম খালাস পান জুভেন্টাসের সাবেক ডিফেন্ডার। তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ না পাওয়ায় কাতালুনিয়ার উচ্চ আদালত এই রায় দেন।
ব্রাজিলের হয়ে ১২৬ ম্যাচ খেলা আলভেসের সেই চাওয়া পূরণ হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। সর্বশেষ কাতার বিশ্বকাপেও ছিলেন পেশাদার ক্যারিয়ারে ৪৩ শিরোপা জয়ী ডিফেন্ডার।
আরআই/টিএ