অ্যাশেজে নাস্তানাবুদ হয়ে টালমাটাল অবস্থা ইংল্যান্ডের ক্রিকেটের। তুমুল সমালোচনার মুখে ইংল্যান্ডের টেস্ট খেলার বিশেষ ধরন বাজবল ক্রিকেট। সেই সাথে এই ধরন চালু করা প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবং ইংলিশদের টেস্ট অধিনায়ক বেন স্টোকসকেও শুলে চড়াচ্ছেন সমর্থক, বিশ্লেষক, সাবেকরা। অনেকের দাবি, সরিয়ে দেওয়া হোক স্টোকস-ম্যাককালামদের।
১১ দিনের মধ্যে অ্যাশেজ হেরে বেশ চাপে আছেন ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
সেই অনেকের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জিওফ বয়কটও। প্রধান কোচ ম্যাককালামকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
সেই সাথে মনোভাব না বদলে টেস্টের অধিনায়কত্ব থেকে বেন স্টোকসকেও সরিয়ে দেওয়ার পক্ষে তিনি।
অস্ট্রেলিয়ার মাটিতে ১১ দিনের মধ্যে অ্যাশেজে সিরিজ হার নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের। অ্যাডিলেড টেস্টে অজিদের কাছে ৮২ রানে হেরেছে ইংলিশরা। পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া, ম্যাচ জেতার সাথে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলেছে অজিরা। অজিদের মাটিতে অজিদের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড, উড়ে গেছে খড়কুটোর মত।
স্টোকস-ম্যাককালাম জুটির অধীনে টেস্টে অনেক দিন ধরেই বাজবল ক্রিকেটের নীতিতে এগিয়েছে ইংল্যান্ড। এই জুটির অধীনে প্রথম ১২ টেস্টের মধ্যে জিতেছিল ১০ টেস্টেই। বাজবলের পর থেকে টেস্ট খেলার ধরন, মানসিকতা অনেকটাই বদলে ফেলে ইংলিশরা। আগ্রাসী ধুমধাড়াক্কা ক্রিকেটের মেজাজেই খেলতে থাকে সাদা পোশাকের টেস্ট ফরম্যাট। শুরুর দিকে এমন নীতিতে বেশ সাফল্য এলেও ধীরে ধীরে কমেছে সাফল্য।
হানিমুন পিরিয়ড পার করার পর যেন কিছুটা মুখ থুবড়ে পড়েছে বাজবল। যে কারণে এবারের অ্যাশেজেও কিছু ম্যাচে বাজবল থেকে বেরিয়ে ধ্রুপদী টেস্ট ক্রিকেটে ফিরে যেতে বাধ্য হয়েছে ইংল্যান্ড।
তবে শেষ মেশ আর রক্ষা মেলেনি। ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরেছে ইংল্যান্ড। অ্যাশেজে এমন ভরাডুবিতে তীব্র সমালোচনার মুখে ইংল্যান্ড দল। সাথে খেলার বিশেষ ধরন বাজবল ক্রিকেট এবং কোচ ম্যাককালাম, অধিনায়ক বেন স্টোকসকেও রেহাই দিচ্ছেন না কেউ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা টেলিগ্রাফে জিওফ বয়কট বলেছেন, ‘স্টোকস ও ম্যাককালাম যেন (বাজবল দিয়ে) নিরর্থক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনি যা করছেন, তা যদি কাজ না করে, তাহলে বাদ দিন। পরবর্তী ধাপে যাওয়ার জন্য পরিবর্তন খুবই অপরিহার্য। কী করবেন? কোচ পরিবর্তন করুন। এই জুটির (স্টোকস-ম্যাককালাম) ভালো খেলার কথা শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু সেরা দলগুলোর বিপক্ষে তারা ভালো কিছু করতে পারছে না, তাই (ইসিবির ক্রিকেট পরিচালক) রব কি, এখন আপনার সাহসী পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।’
বেন স্টোকস এবং ব্রেন্ডন ম্যাককালামের অধীনে বাজবলের নীতিতে আগাচ্ছে ইংল্যান্ড।
বয়কট মনে করেন, এই সময়ে এসে বাজবলের মত মনোভাবে বদল আনা বেশ জরুরি ইংল্যান্ডের জন্য। টেস্ট অধিনায়ক বেন স্টোকসও এর সাথে একমত কিনা তা জিজ্ঞেস করতে রব কি কে আহ্বান জানিয়েছেন বয়কট। মনোভাবে বদল আনতে না চাইলে স্টোকসকেও অধিনায়কত্ব থেকে সরিয়ে নতুন কাউকে অধিনায়ক বানানোর পক্ষে বয়কট।
নিজের কলামে বয়কট লিখেছেন, ‘আপনি তাকে (বেন স্টোকস) হারাতে চাইবেন না, কিন্তু যদি সে না মনে করে যে মনোভাবের পরিবর্তন প্রয়োজন, তাহলে আপনার একজন নতুন অধিনায়ক খুঁজে বের করতে হবে। বেন ও তার সতীর্থরা সবসময় ব্যক্তির চেয়ে দলের গুরুত্বের ওপর জোর দিয়েছে, তাই এমনকি অধিনায়কের জন্যও আপস করতে পারবেন না আপনি।’
অ্যাশেজে চতুর্থ টেস্ট আগামী ২৬ ডিসেম্বর, মেলবোর্নে বক্সিং ডে টেস্ট।
এসকে/টিকে