বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর আসন্ন আসরে নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের হয়ে মাঠে নামতে চলেছেন পেসার হাসান মাহমুদ। সংবাদ সম্মেলনে নিজের নতুন দল এবং ব্যক্তিগত লক্ষ্য নিয়ে কথা বলেছেন তিনি। নোয়াখালীর এই উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি এটিকে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার মঞ্চ হিসেবে দেখছেন।
লক্ষ্মীপুরের ছেলে হাসান মাহমুদ। এবার সুযোগ পেয়েছেন একই এলাকার নামে দলে। নোয়াখালী এক্সপ্রেসের অংশ হতে পেরে হাসান মাহমুদ যে কতটা আনন্দিত, তা তার বক্তব্যে স্পষ্ট।
সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, "না, আমার কাছে খুবই ভালো লাগছে আর খুবই এক্সাইটেড। নোয়াখালী এরকম একটা উদ্যোগ নিয়েছে বিপিএল দল করার। আমি সুযোগ পেয়েছি। আমি খুবই খুশি।"
লক্ষ্মীপুর ও নোয়াখালীর এই বন্ধনকে তিনি দলের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। তার মতে, এই সংযোগ স্থানীয় সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
তিনি যোগ করেন, "আমাদের লক্ষ্মীপুরবাসী যারা নোয়াখালীর সাথে কানেক্টেড তারা খুবই আনন্দিত। এখন শক্তিটা আরেকটু বেড়েছে নোয়াখালীর জন্য যে লক্ষ্মীপুর আর নোয়াখালী এখন একসাথে যুক্ত আছে।"
বিপিএলকে নিজের প্রমাণের সেরা মঞ্চ হিসেবে দেখছেন এই ডানহাতি পেসার। তার লক্ষ্য, টুর্নামেন্টে ভালো পারফর্ম করে জাতীয় দলে নিজের অবস্থান আরও মজবুত করা।
বিশ্বকাপের স্বপ্ন নিয়ে তিনি বলেন, "হ্যাঁ আমার কাছে মনে হয় এটা একটা প্ল্যাটফর্ম যে আপনি নিজেকে প্রমাণ করতে চাইলে এটা খুবই একটা ভালো মঞ্চ। আর যদি আমি ভালো একটা শুরু দিতে পারি এবং নিজেকে ভালো একটা পজিশনে নিতে পারি বিপিএলে, অবশ্যই আমার বিশ্বকাপ খেলার জন্য জায়গা হবে ইনশাল্লাহ।"
নিজের বোলিং বৈচিত্র্য নিয়ে কাজ করার কথাও জানিয়েছেন হাসান। তিনি নিশ্চিত করেছেন যে তার পরিচিত অস্ত্রগুলো ইয়র্কার এবং স্লোয়ার অবশ্যই থাকবে। তবে তিনি আরও বড় কিছুর ইঙ্গিত দিয়েছেন।
এসকে/টিকে