জনকূটনীতি বিষয়ক মহাপরিচালক মাহবুবুল আলম বলেছেন, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার এইচ ই প্রণয় ভার্মাকে তলব করে দেশটিতে অবস্থিত বাংলাদেশের মিশন ও কূটনীতিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার ২৩ ডিসেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি জানান, ভারতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় ভাঙচুর এবং নিরাপত্তাজনিত বিষয়ে উদ্বেগ এবং প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসাথে নিরাপত্তা বাড়ানোর তাগিদ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, এ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন প্রণয় ভার্মা।
এসএন