মেহেরপুরের গাংনী উপজেলায় মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে তুহিন হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও দেড় বছরের কন্যাশিশু।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গাংনীর সাহারবাটি ইউনিয়নের দবির ডাক্তার বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
নিহত তুহিন হোসেন একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। তিনি গাংনী উপজেলার করমদি গ্রামের সন্ধানী পাড়ার জামাল হোসেনের ছেলে। আহতরা হলেন- তার স্ত্রী তমা খাতুন (২৫) ও দেড় বছরের কন্যা তানহা।
স্থানীয়রা জানান, তুহিন হোসেন মোটরসাইকেলযোগে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি ধলা গ্রাম থেকে গাংনী বাজারের দিকে যাচ্ছিলেন।
সাহারবাটির দবির ডাক্তার বাড়ির কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পাওয়ার টিলার ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলির চাপায় ঘটনাস্থলেই মারা যান তুহিন। আহত স্ত্রী ও শিশুকে উদ্ধার করে স্থানীয়রা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমআর