‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ বিশেষ অভিযানে কুমিল্লার বুড়িচং উপজেলায় সরকারবিরোধী কর্মকাণ্ড, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান।
গ্রেপ্তাররা হলেন উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম (৪৬)। তিনি সদর এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।
রাজাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হারুন (৫৮), তিনি রাজাপুর গ্রামের মৃত আকামত আলীর ছেলে।
আওয়ামী লীগ নেতা মো. মিজান হোসেন (৪৬), তিনি জগতপুর গ্রামের মৃত মুক্তল হোসেনের ছেলে। আওয়ামী লীগের সমর্থক আহামুদুল হাসান (৩৮), তিনি আজ্ঞাপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন (৫২), তিনি রাজাপুর গ্রামের মৃত. আরব আলীর ছেলে।
ওসি মোহাম্মদ লুৎফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিভিন্ন সময়ে বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বুড়িচং উপজেলায় নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।
এমআর