ভারতীয় তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী সিনিয়র পর্যায়ে নিজের বিধ্বংসী ব্যাটিং ধারাবাহিকতা বজায় রেখে ইতিহাস গড়েছেন। বুধবার বিজয় হাজারে ট্রফির প্লেট লিগের উদ্বোধনী ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন বিহারের এই বাঁহাতি ব্যাটার।
রাঁচির জেএসসিএ ওভাল গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই অরুণাচল বোলারদের ওপর চড়াও হন সূর্যবংশী। চার-ছক্কার বন্যায় মাত্র ৩৬ বলে শতক পূর্ণ করেন তিনি, যেখানে ছিল একাধিক দর্শনীয় ছক্কা।
এই ইনিংসের মাধ্যমে ভারতীয় পুরুষ ক্রিকেটারদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি। ভারতীয়দের মধ্যে এর চেয়েও দ্রুত সেঞ্চুরির রেকর্ড রয়েছে কেবল অমলপ্রীত সিংয়ের। ২০২৪ সালে ৩৫ বলে শতক করেছিলেন তিনি। বৈভবের ৩৬ বলের সেঞ্চুরি বিশ্ব লিস্ট ‘এ’ ক্রিকেটে যৌথভাবে চতুর্থ দ্রুততম।
চমক এখানেই শেষ নয়। মাত্র ৫৪ বলে দেড়শ রান স্পর্শ করেন সূর্যবংশী, আর তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে ১৮ ওভারের মধ্যেই ২০০ রান পেরিয়ে যায় বিহার। এই পথে তিনি দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির (৬৪ বল) রেকর্ডও ভেঙে দেন। তবে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখনো ডি ভিলিয়ার্সেরই, ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ছক্কা ও ১৫ চারে ৭০ বলে ১৬৫ রানে অপরাজিত আছেন তিনি। এটি সূর্যবংশীর সিনিয়র পর্যায়ের লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম শতক, যা এসেছে মাত্র তার সপ্তম ম্যাচেই। অনূর্ধ্ব-১৯ পর্যায় পেরিয়ে সিনিয়র ক্রিকেটেও যে তিনি বড় মঞ্চের জন্য প্রস্তুত, এই ইনিংস তারই জোরালো বার্তা দিল।
এসএস/এসএন