আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) জাতীয় দলের খেলোয়াড়দের জন্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, ‘এটা হয়তো সরাসরি বিশ্বকাপের প্রস্তুতি নয়, তবে অন্তত এই ফরম্যাটে খেলার জন্য ভালো প্রস্তুতি নেওয়ার সুযোগ হবে।’
আগামী ২৬ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য বিপিএলের পর ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল বেঙ্গালুরুতে দুটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে। বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে।
জানা গেছে, বিপিএলের শীর্ষ চারে উঠতে ব্যর্থ দলগুলোর খেলোয়াড়রা লিগ শেষ হওয়ার পরপরই বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন।
বিসিবি সভাপতি জানান, ক্রিকেট প্রশাসনের নানা দিক তিনি ধীরে ধীরে বুঝে নিচ্ছেন। একই সঙ্গে সফলভাবে বিপিএল আয়োজন ও মানসম্মত ক্রিকেট নিশ্চিত করাটাও বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।
বুলবুল বলেন, ‘আমাদের কাজ হলো খেলা পরিচালনা করা এবং মাঠে ম্যাচগুলো সুষ্ঠুভাবে আয়োজন নিশ্চিত করা।
আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা সংস্থাসহ অনেক অংশীজন রয়েছে, যাদের নির্দেশনা আমরা মেনে চলি।’
তিনি আরো জানান, বিপিএল চলাকালীন বিসিবি ও বিপিএল কাউন্সিল সার্বিক তদারকি করলেও ফ্র্যাঞ্চাইজিগুলোকেও নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
এদিকে আজ বিসিবি বোর্ডের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রাম–এর আওতায় পুনর্গঠিত অর্গানোগ্রাম অনুমোদনের বিষয়টি আলোচনায় আসবে।
মানবসম্পদ বিভাগের একটি বহিঃনিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে এই কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে।
বুলবুল বলেন, ‘আমরা সামগ্রিক কাঠামোতে পরিবর্তন এনেছি এবং সেটি বোর্ডের অনুমোদনের জন্য উপস্থাপন করব। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেগুলো নিয়েও আজকের সভায় আলোচনা হবে।’
বিপিএলের পাশাপাশি বোর্ড সভায় আরো কিছু প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হবে, যা বিসিবির চলমান সংস্কার কার্যক্রমকে আরো এগিয়ে নেবে।
আরআই/এসএন