ঐতিহাসিক অভ্যর্থনা আগামীকাল : দুদু

তারেক রহমান আগামীকাল দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, আমাদের নেতাকে সংবর্ধনা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ উপস্থিত হবেন। আমরা সবাই সুশৃঙ্খলভাবে নেতা তারেক রহমানকে অভ্যর্থনা জানাব। এই অভ্যর্থনা হবে এক ঐতিহাসিক ঘটনা।




বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাংলাদেশ প্রত্যাগত প্রবাসী দল’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন হবে দেশের ইতিহাসে একটি অনন্য ঘটনা। এ উপলক্ষে মানুষের উপস্থিতি যেকোনো সময়ের তুলনায় এক বিশাল জনসমুদ্রে রূপ নেবে। এই ঐতিহাসিক ক্ষণে নেতাকে বরণ করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি ও ধানের শীষ জয়ী হবে— এটি শুধু দেশের মানুষ নয়, সারা বিশ্ব জানে। এর কোনো বিকল্প নেই। তবে আমাদের নেতা তারেক রহমান বলেছেন, নির্বাচন যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটা সহজ নয়। নানা চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচিত সরকার হবে জনগণের সরকার। কারণ, দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জনগণ এই অধিকার অর্জন করতে যাচ্ছে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, প্রত্যাশা পূরণ না হলেও হতাশ হওয়ার সুযোগ নেই। নিজেদের ভেতরের কিছু অসংগতি থাকলেও তা ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন ও জননির্বাচিত সরকার গঠন না হলে দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের কঠোর সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনার সময়ে দেশে লাখ লাখ মামলা হয়েছে, বিরোধী নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে, হত্যা ও গুমের ঘটনা ঘটেছে এবং বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। এসব কারণে তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

শিক্ষার্থী হত্যার প্রসঙ্গ তুলে ধরে শামসুজ্জামান দুদু বলেন, বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের অসংখ্য তরুণকে নির্বিচারে হত্যা করা হয়েছে, যা জাতি সহজে ভুলে যেতে পারে না। যারা এখনো শেখ হাসিনার প্রতি মমতা দেখান বা কান্নাকাটি করেন, তাদের বলব— এতে কোনো লাভ নেই। কর্মের ফল কর্মের মাধ্যমে নির্ধারিত হয়।

তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ করেন। তিনি বলেন, দেশনেত্রী এখনো অসুস্থ। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন বেগম খালেদা জিয়া, দেশবাসী এবং আমাদের সবাইকে রক্ষা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, সালাউদ্দিন খান, সংগঠনটির সভাপতি এসএম সোহরাব হোসেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন প্রমুখ।

এসকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ Dec 24, 2025
img
বৃহস্পতিবার থেকে টানা ৩ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার Dec 24, 2025
img
তারেক রহমানের নিরাপত্তায় এসএসএফ চাওয়া হয়নি: শামসুল ইসলাম Dec 24, 2025
img
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় যুবক আটক Dec 24, 2025
img
রাশেদ খানকে আসন ছেড়ে দেওয়ায় কালীগঞ্জ বিএনপির বিক্ষোভ Dec 24, 2025
img
শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়তে পারেন বাবর-শাহিন Dec 24, 2025
img
দুইদিন পর বিপিএল, চট্টগ্রামের বিদেশি প্রধান কোচ আসা নিয়ে অনিশ্চয়তা Dec 24, 2025
img
পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক Dec 24, 2025
img
ঝিনাইদহ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান Dec 24, 2025
img
তাইওয়ানে ৬.১ মাত্রার ভূমিকম্প Dec 24, 2025
img
৬২ বলে সেঞ্চুরি, রাজকীয় ভঙ্গিতে ফিরলেন রোহিত Dec 24, 2025
img
নায়ক রিয়াজের মৃত্যুর গুঞ্জন, মেলেনি সুনির্দিষ্ট তথ্য Dec 24, 2025
img
সম্ভাব্য জনদুর্ভোগের জন্য বিএনপির আগাম দুঃখ প্রকাশ Dec 24, 2025
img
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন রুমিন ফারহানা Dec 24, 2025
img
বগুড়ায় বিএনপি কার্যালয়ে হামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার Dec 24, 2025
img
দীপু চন্দ্র ও ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব Dec 24, 2025
img
ঋণখেলাপির তালিকায় নাম থাকায় নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না Dec 24, 2025
img
সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বিআরটিএ: বিবিএস Dec 24, 2025
img
রিকশায় করে এসে মনোনয়ন কিনলেন আমির হামজা Dec 24, 2025
img
বড় প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অক্ষয় খান্না Dec 24, 2025