লালমনিরহাটের আদিতমারী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে আটক হয়েছেন এক ভারতীয় নাগরিক।
বুধবার (২৪শে ডিসেম্বর) ভোরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-র দুর্গাপুর বিওপি'র একটি টহল দল তাকে আটক করে।
আটক যুবকের নাম বিশ্বজিৎ কুমার দাস (২৫)। তিনি ভারতের আলিপুরদুয়ার জেলার শিববাড়ী চেচাখাতা গ্রামের অপু দাসের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর বিওপি'র সদস্যরা জানতে পারে সীমান্ত দিয়ে অবৈধ পারাপার ঘটছে। তাৎক্ষণিকভাবে তারা সীমান্ত পিলার ৯২৫/৫-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ারচর নামক স্থানে অভিযান চালায়। এসময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে বিশ্বজিৎকে আটক করা হয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বাংলাদেশি ৮২০ টাকা, ভারতীয় ৮০০ রুপি এবং তার আধার কার্ডের একটি ফটোকপি উদ্ধার করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে সংশ্লিষ্ট আদিতমারী থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলমান।
কেএন/টিএ