বাস উল্টে খাদে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস উল্টে ২৮ শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ফটিকছড়ি থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে হাটহাজারী উপজেলার মইন্ন্যা পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনায় পড়া বিআরটিসির বাসটি হাটহাজারী-ফটিকছড়ি উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের আনা-নেওয়ার কাজে ব্যবহার হয়। দুই উপজেলার শিক্ষার্থীর সংগঠন হাটহাজারী-ফটিকছড়ি স্টুডেন্ট ফোরাম- ‘নববাক’-এর উদ্যোগে চলে বাসটি।

‘নববাক’- এর যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, সকালে বাসটি ফটিকছড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল। হাটহাজারী উপজেলার সরকার হাটের চেয়ারম্যানঘাটা মইন্ন্যা পুকুর পাড় এলাকায় বাসটি দুর্ঘটনায় পড়ে। অন্য একটি বাসকে জায়গা দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে জলা জায়গায় উল্টে পড়লে অন্তত ২৮ জন শিক্ষার্থী আহত হন।

আহত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- শাহাদাৎ হোসেন, নাইমা সুলতানা, রকিবুল হাসান, ইয়াসিন, সমিরুল, মিরাজ, রায়হান, নাফিয়া, মো. হাসান, ফারহান আলম, শাকিব, নিপা, রাহুল, নুসরাত সুলতান, আরিফ, তামিম, শাহরিয়ার, আরাফাত, আরিফ, রকিবুল হাসান, রাসেল, নাইমা সুলতানা। আহতরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

আহতদের মধ্যে ১২ জন শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসএম মনিরুল হাসান জানান, আহতদের মধ্যে থেকে ১২ জন শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আহত ১২ জনের মধ্যে দুইজনকে ২৬ নম্বর, একজনকে ২৮ নম্বর ওয়ার্ডে এবং অন্যদের ক্যাজুয়ালিটি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাটহাজারী মডেল থানার ওসি মাসুদ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: