গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় ঢাকার দিকে যানজটের কারণে মূল সড়কগুলো কার্যত খালি হয়ে পড়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ প্রধান সড়কগুলোতে যাত্রীবাহী বড় বাস ও দূরপাল্লার যানবাহন প্রবেশ করতে না পারায় মানুষ বিকল্প উপায়ে ঢাকার দিকে যাত্রা করছেন। অনেক যাত্রী অটোরিকশা এবং ছোট ছোট যানবাহনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।
সকাল আটটার দিকে ভোগড়া বাইপাস মোড় এলাকায় দেখা গেছে অসংখ্য যাত্রী ঢাকার দিকে যেতে অপেক্ষা করছেন। তবে বিমানবন্দর থেকে কুড়িল ব্রিজ পর্যন্ত লোকারণ্য হওয়ার কারণে দূরপাল্লার বাসগুলো ঢাকার দিকে যেতে পারছে না। বলাকা পরিবহনের চালক কামাল হোসেন জানান, ঢাকায় কোনো বড় বাস প্রবেশ করছে না। একইভাবে শৌখিন পরিবহনের চালক ইব্রাহিম হোসেন জানিয়েছেন, মানুষের প্রচণ্ড চাপের কারণে যানজট এড়াতে তারা আপাতত ঢাকার দিকে বাস চালাচ্ছেন না।
তবে বিকল্প পথে, আশুলিয়া, কালিয়াকৈর ও মিরপুর বেড়িবাঁধ হয়ে অনেক যানবাহন ঢাকার দিকে যেতে দেখা গেছে। গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, পরিবহনগুলো নিজ উদ্যোগে ঢাকার দিকে যাচ্ছে না। তবে ছোট যানবাহন ও অটোরিকশার মাধ্যমে যাত্রীরা ঢাকায় প্রবেশ করতে পারছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ ও স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে।
এমকে/এসএন