জেল ও আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য ইসির নির্দেশিকা জারি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাংলাদেশের কোনো জেলখানায় বা আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটদানের জন্য নির্বাচন কমিশন (ইসি) নির্দেশিকা জারি করেছে। 

নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ (সংশোধন ২০২৫)-এর বিধি ১০ক অনুযায়ী, ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং’ (আইসিপিভি) পদ্ধতির মাধ্যমে জেলখানায় বা আইনি হেফাজতে আটক থাকা ভোটাররা  তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। 

বুধবার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই নির্দেশিকা কারা মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়েছে।  

ইসির নির্দেশিকায় বলা হয়েছে, জেলখানায় বা আইনি হেফাজতে আটক ভোটারের তালিকাভুক্তি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদন হবে। এ ধরনের ভোটারদের নিবন্ধনের জন্য একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম (https://prisoner.ocv.gov.bd/login) ব্যবহার হবে। 

জেলখানা বা আইনি হেফাজত কর্তৃপক্ষ আটক থাকা ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দুই জন করে প্রতিনিধি মনোনয়ন দেবে,  যারা নিবন্ধনের কাজ পরিচালনা করবেন। আগ্রহী ভোটারদের নিবন্ধন শেষে জেলখানা বা আইনি হেফাজত কর্তৃপক্ষ মুদ্রিত তালিকা সিল ও স্বাক্ষর-সহ  নির্বাচন কমিশনে পাঠাবেন। একই সঙ্গে মনোনীত প্রতিনিধিরা নির্ধারিত পোর্টালে ভোটারদের প্রয়োজনীয় তথ্য (.xls/.csv ফরম্যাট) আপলোড করবেন। 

জেলখানায় বা আইনি হেফাজতে থাকা নিবন্ধিত ভোটাররা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পোস্টাল ব্যালটের খাম পাবেন। নির্বাচন কমিশন হতে পাওয়া এই খামে থাকব: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দুটি আলাদা ব্যালট পেপার; ভোট প্রদানের নির্দেশাবলি ও একটি ঘোষণাপত্র এবং রিটার্নিং অফিসারের ঠিকানা-সংবলিত একটি ফেরত খাম।  

নির্দেশিকায় আরও জানানো হয়েছে, জেলখানা বা আইনি হেফাজত কর্তৃপক্ষ  আটক ভোটারদের ভোটদানের জন্য ভোটকক্ষ বা গোপন কক্ষ প্রস্তুত করে ভোটের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবে। পোস্টাল  ব্যালট পেপারে কোনো প্রার্থীর নাম থাকবে না; শুধু বরাদ্দকৃত প্রতীক ও প্রতীকের পাশে ফাঁকা ঘর থাকবে। এ কারণে কর্তৃপক্ষ ভোটারদের কাছে নিজ নিজ সংসদীয় আসনের প্রার্থীদের নাম ও প্রতীক-সংবলিত চূড়ান্ত প্রার্থী তালিকা সরবরাহ করবে।

সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট পেপারে ভোটাররা মুদ্রিত প্রতীকের পাশে ফাঁকা ঘরে টিক (√) চিহ্ন বা ক্রস (x) চিহ্ন দিয়ে ভোটদান করবেন। একইভাবে গণভোটের পোস্টাল ব্যালট পেপারে হ্যাঁ/না-এর পাশে ফাঁকা ঘরে টিক (√) চিহ্ন বা ক্রস (x) চিহ্ন দিয়ে ভোটদান করবেন। ভোট দেওয়ার আগে ঘোষণাপত্রে নাম ও জাতীয় পরিচয়পত্র লিখে স্বাক্ষর করতে হবে। যদি কোনো ভোটার স্বাক্ষর করতে অক্ষম হন, তবে অন্য একজন ভোটার তা সত্যায়ন করবেন।

ভোটার পোস্টাল ব্যালট পেপারে ভোট দেওয়ার পর ব্যালট পেপার দুটি ছোট খামে রেখে খামটি বন্ধ করবেন। ব্যালট পেপার-সংবলিত খাম এবং স্বাক্ষরিত ঘোষণাপত্র রিটার্নিং অফিসারের ঠিকানা মুদ্রিত হলুদ খামে প্রবেশ করার পর খামটি বন্ধ করে তা সংশ্লিষ্ট জেলখানা বা আইনি হেফাজত কর্তৃপক্ষের নির্ধারিত স্থানে বা বাক্সে জমা দিতে হবে।    

ভোট প্রদান প্রক্রিয়া সমাপ্তির পর সংশ্লিষ্ট জেলখানা বা আইনি হেফাজত কর্তৃপক্ষ পোস্টাল ব্যালটের সকল খাম সুরক্ষিতভাবে সংরক্ষণ করবেন এবং যতদ্রুত সম্ভব পোস্টাল ব্যালট-সংবলিত সকল খাম নিকটস্থ ডাক বিভাগের কাছে পাঠাবে। ডাক বিভাগের প্রতিনিধি পোস্টাল ব্যালট-সংবলিত খামসমূহ দ্রুততার সঙ্গে রিটার্নিং অফিসারের ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করবেন। 

উল্লেখ্য, এ খাম পাঠানোর জন্য কোনো ডাক মাশুল দিতে হবে না। তা বাংলাদেশ সরকার পরিশোধ করবে। 

আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রণবীরের অভিনয় দক্ষতায় মুগ্ধ নওয়াজউদ্দিন Dec 25, 2025
img
ডেমোক্র্যাটিক ট্রানজিশনের এই সময়ে তারেক রহমানের আগমন অত‍্যন্ত গুরুত্বপূর্ণ: প্রেস সচিব Dec 25, 2025
img
দিপু হত্যা মামলায় গ্রেপ্তার আরও ৬ Dec 25, 2025
img

বরিশাল-৩ আসন

এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ Dec 25, 2025
img
বড়দিনের ছুটিতে কক্সবাজারে মানুষের উপচে পড়া ভিড় Dec 25, 2025
img
কম্বোডিয়ায় বিষ্ণু মূর্তি ভাঙচুর, ভারতের নিন্দা Dec 25, 2025
img
বিদেশি কোচ না আসায় চট্টগ্রাম রয়্যালসের দায়িত্বে বাবুল-বাশার Dec 25, 2025
img
সংবর্ধনা মঞ্চের পথে তারেক রহমান Dec 25, 2025
img
জোট করলে জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে এনসিপি: আব্দুল কাদের Dec 25, 2025
img
তারেক রহমানকে দেখতে এভারকেয়ারের সামনে বিএনপি নেতা-কর্মীদের ভিড় Dec 25, 2025
img
বিপিএলে ঝড় তুলতে হুংকার দিলেন তাসকিন-মুস্তাফিজ Dec 25, 2025
img
তীব্র কুয়াশায় নদীতে আটকে পড়েছেন বিএনপির কয়েক হাজার নেতাকর্মী Dec 25, 2025
দুপুর ১ টায় পূর্বাচল ৩০০ ফিটে জনারণ্য Dec 25, 2025
img
বড়দিনে বড় চমক রাজের! Dec 25, 2025
img
ফখরুল-সালাউদ্দিন-আব্বাসকে জড়িয়ে ধরলেন তারেক রহমান Dec 25, 2025
img
কড়া নিরাপত্তায় ধীরে এগোচ্ছে গাড়িবহর, হাত নেড়ে তারেক রহমানের অভিবাদন Dec 25, 2025
img
খালি পায়ে হেঁটে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান Dec 25, 2025
img
ক্রিসমাসে অলৌকিক প্রত্যাশা ইংল্যান্ডের Dec 25, 2025
img
গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছেছেন জুবাইদা ও জাইমা রহমান Dec 25, 2025
img
তারেক রহমানকে সমর্থন জানিয়ে দল ছাড়লেন এনসিপির কেন্দ্রীয় নেতা Dec 25, 2025