খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিন উপলক্ষে সরকারি ছুটিতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে দুদেশের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করা হয়। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক আছে।
এ বিষয়ে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েমনের সভাপতি সামসুর রহমান জানান, বড় দিন উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ছুটির কারণে বৃহস্পতিবার কোনো পণ্য আমদানি-রফতানি হচ্ছে না। তবে ভারত থেকে আসা খালি ট্রাক ফেরত পাঠানোর জন্য চেকপোস্টে কার্গো শাখা খোলা আছে। তবে ছুটির কারণে পণ্য পরিবহন বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
জানা যায়, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত থেকে আমদানির মোট পণ্যের প্রায় ৮০ শতাংশই এ বন্দর দিয়ে আসে। আমদানি-রফতানি বন্ধ থাকলে শিল্পপ্রতিষ্ঠান, গার্মেন্টস খাত ও বাজারে তার প্রভাব পড়ে। দুই দেশের বন্দরে শত শত ট্রাক পণ্য নিয়ে অপেক্ষায় থাকে।
এমকে/টিএ