বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন ইবি

বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় ৭টি স্বর্ণ, ৩টি রোপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক অর্জন করে পদক তালিকার শীর্ষস্থান দখল করে ইবির অ্যাথলেটরা।

জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২ ও ১৩ ফেব্রুয়ারি দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের তামান্না আক্তার ১০০ মিটার হার্ডেলস ইভেন্ট, লং জাম্পে রিংকি খাতুন ও ডিসকাস থ্রো রেকর্ডসহ শটপুট থ্রো ইভেন্টে জাফরিন আক্তার স্বর্ণ পদক জয় করেন।

এছাড়া হাই জাম্প ৪০০ মিটার ও ১০০ মিটার রিলেতে প্লাবনী হক, দিশা সুলতানা, তামান্না আক্তার ও রিংকি খাতুন এবং ৪০০ মিটার হার্ডেলসে মল্লিক সোহেল রানা স্বর্ণপদক জয় করেন।

প্রতিযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিম ম্যানেজার ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল এবং কোচ ছিলেন উপ-পরিচালক আসাদুর রহমান।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ