ঝালকাঠিতে হাদী ইস্যুতে একই মঞ্চে জামায়াত-এনসিপি-বৈছায়াসহ সব ইসলামি দল

জুলাই আন্দোলনের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চ-কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা ও ঝালকাঠির কৃতি সন্তান শহীদ শরীফ ওসমান বিন হাদীর রূহের মাগফিরাত কামনা এবং হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ‘আমরা ঝালকাঠিবাসী’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা ইমাম সমিতিসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী আন্দোলনের সকল সংসদ সদস্য প্রার্থী এবং নেতারা একই মঞ্চে উপস্থিত হয়ে শহীদ ওসমান হাদীর হত্যার দ্রুত বিচার দাবি করেন।

বক্তারা বলেন, শহীদ ওসমান হাদী কোনো দলীয় গণ্ডিতে সীমাবদ্ধ ছিলেন না। তিনি ছিলেন স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ ও সততার পক্ষে এক নির্ভীক কণ্ঠ। আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলাই ছিল তাঁর রাজনীতি। সেই রাজনীতিকে সাংগঠনিক রূপ দিতেই তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব মঞ্চ, যেখানে রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতি নিয়ে ন্যায়ভিত্তিক বয়ান গড়ে তোলার চেষ্টা চলত। আর সাংস্কৃতিক আগ্রাসন ও কালচারাল ফ্যাসিজমের মোকাবেলায় তিনি গড়ে তুলেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার, যেখান থেকে নিয়মিতভাবে ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ উদ্বেলিত হতো।

জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আলমগীর হোসাইন, জামায়াত মনোনীত ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. ফয়জুল হক ও শেখ নেয়ামুল করিম, ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী ও মাওলানা ইব্রাহিম আল হাদী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব রাইয়ান বিন কামালসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ।

এনসিপি ঝালকাঠি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না বলেন, “শহীদ ওসমান হাদী কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পদ ছিলেন না তিনি ছিলেন পুরো জাতির এক মেসেঞ্জার। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, ইনসাফ ও সততার রাজনীতি প্রতিষ্ঠায় তিনি কথা বলে গেছেন দৃঢ়তার সঙ্গে। আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার কারণেই তাকে জীবন দিতে হয়েছে।”

‎তিনি আরও বলেন, “আজ আমরা যে প্রশ্ন তুলছি হত্যাকারীরা কোথায়, কেন তারা এখনো ধরা-ছোঁয়ার বাইরে এই প্রশ্ন শুধু রাজনৈতিক নয়, এটি ন্যায়বিচারের প্রশ্ন। রাষ্ট্র যদি ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে মানুষের আস্থা ভেঙে পড়ে। আমরা প্রতিশোধ চাই না, আমরা চাই আইনের শাসন।”

ঝালকাঠি-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম বলেন, “এক শুক্রবার হাদী গুলিবিদ্ধ হয়েছেন, আরেক শুক্রবার রাতে আমরা তাকে হারিয়েছি, আরেক শুক্রবার রাতে তার জন্য এই দোয়া মাহফিল করছি। আমরা হয়তো তাকে ঠিকমতো চিনতে পারিনি, কিন্তু আধিপত্যবাদী শক্তি চিনতে পেরেছিল এই কারণেই পরিকল্পিতভাবে তাকে টার্গেট করা হয়েছে।”

‎‎শেখ নেয়ামুল করিম অভিযোগ করে বলেন, “লাখো মানুষের জানাজা প্রমাণ করেছে এই জাতি হাদীকে কতটা ভালোবেসেছে। অথচ এতদিনেও হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি। কিসের ভয়, কিসের চাপ এই প্রশ্নের উত্তর জাতি জানতে চায়।”

ঝালকাঠি-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ফয়জুল হক বলেন, “আজ এখানে বিভিন্ন রাজনৈতিক ও ইসলামী সংগঠন এক মঞ্চে দাঁড়িয়েছে এটাই প্রমাণ করে, হাদীর আদর্শ আমাদের ঐক্যবদ্ধ করেছে। কিন্তু দুঃখজনকভাবে হত্যার এতদিন পরও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।”

সভা থেকে বক্তারা অবিলম্বে শহীদ শরীফ ওসমান বিন হাদী হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা হাদীর দেখানো পথে ইনসাফ, সততা ও সার্বভৌমত্বের রাজনীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। শেষে শহীদ ওসমান বিন হাদীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সেন্টমার্টিনগামী জাহাজকে লাখ টাকা জরিমানা Dec 26, 2025
img
দম ধরে রাখুন, শান্ত থাকুন, সামনে ব্রিলিয়ান্ট কিছু আসছে: জামায়াত নেতা Dec 26, 2025
img
মেসিকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন ইয়ামাল Dec 26, 2025
img
নাতনিকে কাছে পেয়ে আবেগাপ্লুত নানি, উচ্ছ্বসিত জাইমা রহমান Dec 26, 2025
img
বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ছাত্রদল নেতার Dec 26, 2025
img
বিয়ের পাত্রী দেখে ফেরার সময় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার Dec 26, 2025
img
শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা Dec 26, 2025
img
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা Dec 26, 2025
img
কুষ্টিয়ায় বিএসএফের পুশইন চেষ্টায় বিজিবির বাঁধাতে ১৪ ভারতীয়কে ফেরত Dec 26, 2025
img
নোয়াখালীর প্রথম ম্যাচে নেই সৌম্য, সিলেট পর্বে অনিশ্চয়তা Dec 26, 2025
img

৩০০ ফিট মহাসড়কে

স্বেচ্ছাশ্রমে বর্জ্য অপসারণ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি Dec 26, 2025
img
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে আনন্দ মিছিল শেষে প্রাণ গেল বিএনপি নেতার Dec 26, 2025
img
অবসরের যাচ্ছেন বার্সেলোনার রাফিনিয়া আলকান্তারা Dec 26, 2025
img
বিপিএলের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মিরাজ-শান্ত Dec 26, 2025
img
ঝালকাঠিতে হাদী ইস্যুতে একই মঞ্চে জামায়াত-এনসিপি-বৈছায়াসহ সব ইসলামি দল Dec 26, 2025
img
হিন্দু দেবতার মূর্তি ভাঙার কারণ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি থাইল্যান্ড সরকারের Dec 26, 2025
img
৪ স্তরের নিরাপত্তায় আজ জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন তারেক রহমান Dec 26, 2025
img
দাদা-দাদির কবর জিয়ারত করে নির্বাচনি কার্যক্রম শুরু রুমিন ফারহানার Dec 26, 2025
img
শুক্রবার দেশজুড়ে কর্মসূচির ডাক ইনকিলাব মঞ্চের Dec 26, 2025
img
২২ বছর পর ইউপি চেয়ারম্যানের পদ ছাড়লেন জামায়াতের এমপি প্রার্থী Dec 26, 2025