বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইসরাইল। এর মাধ্যমে বিচ্ছিন্ন এই অঞ্চলটির প্রায় তিন দশকের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টার অবসান ঘটল।
সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৬ ডিসেম্বর) ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র জানান, ইসরাইল ও সোমালিল্যান্ড প্রজাতন্ত্রের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের একটি চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় দুই দেশ একে অপরের দেশে রাষ্ট্রদূত নিয়োগ দেবে এবং দূতাবাস খুলবে।
এই ঐতিহাসিক চুক্তিকে সোমালিল্যান্ডের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ১৯৯১ সালে সোমালিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করলেও এতদিন জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্র সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়নি।
সোমালিল্যান্ড সাবেক ব্রিটিশ প্রোটেক্টরেটের উত্তর-পশ্চিম অংশ নিয়ন্ত্রণ করে, যা বর্তমানে উত্তর সোমালিয়ার অন্তর্ভুক্ত।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ভিডিও কলে সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরাহমান মোহাম্মদ আবদুল্লাহির সঙ্গে কথা বলেন।
তিনি এই নতুন সম্পর্ককে ‘গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক’ বলে বর্ণনা করেন এবং প্রেসিডেন্ট আবদুল্লাহিকে ইসরাইল সফরের আমন্ত্রণ জানান। নেতানিয়াহু বলেন, এটি দুই দেশের অংশীদারত্ব সম্প্রসারণের একটি ‘দারুণ সুযোগ’।
টিজে/টিকে