রাতেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে থাকা সকল বর্জ্য পরিষ্কার করেছেন বিএনপি নেতাকর্মীরা। এর আগে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন তিনি। এরপর রাত ১০টা ৩৭ মিনিটে গাড়িতে বসেই তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এর আগে, রাত ১০টা ২০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন তারেক রহমান।
এসময় দলীয় নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারেক রহমান স্মৃতিসৌধে প্রবেশের পর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মূল ফটকের ব্যারিকেড দিয়ে রাখে। এসময় র্যাব, বিজিবি, আর্মড পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা বলয় তৈরি করে রাখেন।
পরে রাত ১০টা ৪০ মিনিটে তারেক রহমান গুলশান অ্যাভিনিউয়ে অবস্থিত তার ১৯৬ নম্বর বাসভবনের উদ্দেশে রওনা হন। রাত ১১টা ৫২ মিনিটে বাসভবনে পৌঁছান তিনি।
পিএ/টিএ