নারায়ণগঞ্জ ফতুল্লায় পুলিশের অভিযানে কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর হোসেন (৫০) গ্রেপ্তার হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানা পুলিশ পরিদর্শক (ওসি) মো. আব্দুল মান্নান।
এর আগে, শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে কাশিপুর সম্রাট সিনেমা হল সংলগ্ন তার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত নূর হোসেন মৃত সেকান্দার আলী মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায় তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্টসহ একাধিক মামলা রয়েছে। বিশেষ করে এলাকায় জমি দখল, জবরদস্তিমূলক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদা আদায় ও সাধারণ মানুষকে হয়রানির মত অভিযোগ রয়েছে। কাশিপুর সম্রাট সিনেমা হল সংলগ্ন এলাকা, হাজীপাড়া ও ইউনিয়ন পরিষদ আশেপাশে তার প্রভাব বিস্তার ছিল। সম্রাট সিনেমা হলের সামনে এক ব্যবসায়ীকে মারধর করে তিন লাখ টাকা চাঁদা আদায়ের একটি ঘটনাও তার বিরুদ্ধে এলাকায় আলোচিত।
স্থানীয় সচেতন মহল ও বাসিন্দারা আশা প্রকাশ করেন, নূর হোসেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ও মামলাগুলোর সুষ্ঠু ও দ্রুত তদন্ত হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। ফতুল্লা মডেল থানা পুলিশ পরিদর্শক (ওসি) মো. আব্দুল মান্নান দেশের একটি গণমাধ্যমকে জানান, গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এসএস/টিএ