বিপিএল ক্রিকেট উৎসবের মাঝেই শোকের কালো ছায়া। মাঠে হার্ট অ্যাটাক করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। তার মৃত্যুতে শোক জানিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন বিসিবির পরিচালক আসিফ আকবর।
আসিফ সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে পোস্ট দিয়েছেন, ‘ফোনটা অন করতেই বিসিবি চিফ বুলবুল ভাইয়ের ফোন- স্পেশালিস্ট পেস বোলিং কোচ মাহবুব আলী জাকি ভাই আর নেই। তিনি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন এবং ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’
স্মৃতি রোমন্থন করে তিনি বললেন, ‘জাকি ভাই আমাদের ইমিডিয়েট সিনিয়র ক্রিকেটার ছিলেন। আমরা একই মহল্লার অধিবাসী। তিনি ছিলেন একজন অন্তঃপ্রাণ ক্রিকেটার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বিজয়ী দলের বোলিং কোচ ছিলেন। ঢাকায় বড় দলগুলোয় খেলেছেন। পরে নিজেকে থিতু করেছেন কোচিং ক্যারিয়ারে। আমাদের শেষ দেখা কক্সবাজার স্টেডিয়ামে। ছোটবেলা থেকেই জাকি ভাইকে দেখি। উনার সাথে খেলার সুযোগ হয়েছে। খুব আদর করতেন। একজন নিপাট নিরহংকারী ভদ্রলোকের প্রস্থানে আমি এবং আমরা গভীরভাবে শোকাহত।’
তিনি আরও লিখেছেন, ‘কুমিল্লা কৃতি সন্তান এবং বাংলাদেশের সম্পদ জাকি ভাইয়ের পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল। মহান আল্লাহ জাকি ভাইয়ের পরিবারকে এই শোক বইবার শক্তি দিন। আমিন।’
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ আসর শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর আগমুহূর্তে ক্রিকেটারদের নিয়ে গা গরম করছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। অনুশীলন সেশন পরিচালনার সময় আচমকা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হার্ট অ্যাটাক করেছিলেন বলে নিশ্চিত করেছিল ঢাকা ক্যাপিটালস সূত্র।
এমআর/টিকে