নিজেদের দ্রুতগতির মাগলেভ ট্রেন দিয়ে বিশ্বরেকর্ড গড়েছে চীন। এটি মাত্র দুই সেকেন্ডের ভেতর ৭০০ কিলোমিটার গতি তুলেছে। ট্রেনটির গতি এতই বেশি যে কেউ যদি পাশে থাকেন তাহলে এক সেকেন্ডের বেশি এটিকে দেখতে পারবেন না।
চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা একটি চৌম্বক দ্বারা চালিত ট্রেনের ওপর এ পরীক্ষা চালান। তার এক হাজার টনের বেশি ওজনের ট্রেনটিকে এ গতিতে চালাতে সমর্থ হন।
ট্রেনটিকে চালানো হয় ম্যাগলেভ ট্র্যাকের ওপর। এটি এত গতি তোলার পর সফলভাবে আবার নিরাপদে থামাতে সমর্থ হন তারা। এরমাধ্যমে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইলেকট্রিক ম্যাগলেভ ট্রেনে পরিণত হয় এটি।
সামাজিকমাধ্যমে গত ৩ ডিসেম্বর এ ট্রেনের একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখা যাচ্ছে, কয়েকজন ট্রেনটি দেখার জন্য অপেক্ষা করছেন। তারা চোখের পলক ফেলার আগেই এটি চলে গেছে।
এই ট্রেনটি অতিপরিবাহী চুম্বকের দ্বারা চলে। ফলে রেললাইনের সঙ্গে সরাসরি এটির চাকা যুক্ত থাকে না। ট্রেনটি মূলত চুম্বকের মাধ্যমে ভেসে থাকে এবং চুম্বকের মাধ্যমেই চলে।
এই ট্রেনের গতিবেগ এতই বেশি যে এটির শক্তি দিয়ে রকেটও নিক্ষেপ করা যাবে। কম সময়ে এত গতি তোলা ট্রেনটি যদি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে তাহলে সাধারণ মানুষ চীনের একটি শহর থেকে আরেকটি শহরে কয়েক মিনিটের মধ্যে যেতে পারবেন।
এবি/টিকে