তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আবারও সাংস্কৃতিক বিপ্লব ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে। বাংলাদেশের কালচার, গানবাজনা সর্বোপরি এই সংস্কৃতিকে একেবারে নিশ্চিহ্ন করেছে তারা।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশের আবারও সাংস্কৃতিক বিপ্লব ঘটবে, ইনশাআল্লাহ। যে সংস্কৃতি বাংলার প্রকৃত সংস্কৃতি।
তিনি আরও বলেন, বাংলাদেশে উন্নয়ন ও শান্তি ফেরাতে তারেক রহমান পরিকল্পনা নিয়েছেন। তারেক রহমানের সেই পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা করা প্রয়োজন।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, জাসাস নাটোর জেলা শাখার আহ্বায়ক মেহেদি হাসান, সদস্য সচিব আব্দুল খালেকসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসকে/টিকে