বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) বিমানবন্দর সড়ক ও এর সংলগ্ন এলাকায় সমাবেশের কারণে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ করে ও ব্যানার-ফেস্টুন সরিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।
এর আগে গতকাল ২৬ ডিসেম্বর বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকায় সমাবেশের কারণে সৃষ্ট সব বর্জ্য-আবর্জনা স্বেচ্ছাশ্রমে অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
এবি/টিকে