অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে বিদায় নিয়েছেন মো. আসাদুজ্জামান।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে বিদায় নেন তিনি। তাকে বিদায়ী সংবর্ধনা দেন তার সহকর্মীরা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এ কারণে যেকোনো সময় পদত্যাগ করবেন তিনি।
জানা গেছে, দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে রোববার শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকাল ১০টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে শপথ বাক্য পাঠ করাবেন। এরপরই পদত্যাগ করতে পারেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান।
আসাদুজ্জামান ঝিনাইদহ-১ (শৈলকুপা) সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ আইনজীবী যিনি বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের ৮ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে এই পদে নিয়োগ দেন।
এমআর/টিকে