ব্রিটিশ সরকারের চাপের মুখে অ্যাঙ্গোলা ও নামিবিয়া অবৈধ অভিবাসী ও অপরাধীদের ফেরত নিতে রাজি হয়েছে। বৃটেনের স্বরাষ্ট্র দপ্তর শনিবার (২৭ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
দপ্তর জানিয়েছে, যে দেশগুলো ব্রিটেনের সঙ্গে সহযোগিতা করতে ব্যর্থ হয়, তাদের জন্য ভিসা সুবিধা সীমিত করা হয়েছে। স্বরাষ্ট্র সচিব শাবানা মাহমুদ বলেছেন, যদি সহযোগিতা দ্রুত না হয়, আমরা তাদের জন্য ভিসা পুরোপুরি বন্ধ করতে পারি।
তিনি আরো বলেন, ‘যাদের এখানে থাকার অধিকার নেই, তাদের অবশ্যই ফেরত পাঠাতে হবে।’
গত মাসে ঘোষিত নতুন নিয়ম অনুযায়ী, ব্রিটেনে অবৈধভাবে আগতদের দ্রুত দেশে ফেরানো হবে এবং শরণার্থীদের অস্থায়ী মর্যাদা দেওয়া হবে।
পররাষ্ট্র সচিব ইভেট কুপার জানিয়েছেন, গত বছরের জুলাই থেকে যুক্তরাজ্য ৫০,০০০-এর বেশি মানুষকে ফেরত পাঠানো হয়েছে, যাদের বৃটেনে থাকার আইনগত বা বৈধ অধিকার নেই। এ সংখ্যা আগের সময়ের তুলনায় ২৩% বেশি।
তিনি বলেন, ‘ফেরত পাঠানোর কাজকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।’
সূত্র: রয়টার্স
এমআর/টিকে