মুস্তাফিজ ১৮ কোটিতে বিক্রি হলেও অবাক হওয়ার কিছু নেই : তাসকিন

কয়েকদিন আগেই আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে দেশে ফিরেছেন তাসকিন আহমেদ। একই টুর্নামেন্টে খেলেছেন দেশের ক্রিকেটের আরেক তারকা মোস্তাফিজুর রহমান। অন্যদিকে, রিশাদ হোসেন খেলছেন বিগ ব্যাশ লিগে। দেশের বাইরে ফ্র‍্যাঞ্চাইজি লিগে দুই সতীর্থের পারফরম্যান্সের আজ (২৯ ডিসেম্বর) ভূয়সী প্রশংসা করেছেন তাসকিন।

আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার খেলতে গিয়ে স্মরণীয় পারফরম্যান্স করেছেন মোস্তাফিজ। ৮ ম্যাচ খেলে নিয়েছেন ১৫ উইকেট, রান দেয়ার বেলাতেও ছিলেন বেশ কৃপণ। ধারাভাষ্যকারদের মুখে লেগে ছিল মোস্তাফিজ বন্দনা। টুর্নামেন্টের মাঝপথে হয় আইপিএলের নিলাম। সেখানে ৯ কোটি ২০ লাখ রুপিতে কাটার মাস্টারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অনেকেই মুস্তাফিজের এমন বড় অঙ্কের অর্থপ্রাপ্তিতে বিস্ময় প্রকাশ করলেও তাসকিনের এক জবাব, মোস্তাফিজ ১৮ কোটি পেলেও অবাক হওয়ার কিছু নেই।

আইএল টি-টোয়েন্টি থেকে ফিরে গতকালই দলের সঙ্গে সিলেটে যোগ দিয়েছেন তাসকিন। আজ যোগ দিয়েছেন দলের অনুশীলনে। আর সেই অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। আলাপ করেন আইএল টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাসহ বিভিন্ন বিষয় নিয়ে।

আইএল টি-টোয়েন্টিতে নিজের পারফরম্যান্স নিয়ে তাসকিন বলেন, 'ভালো খেলার কোনো শেষ নেই। তবে যা হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টি খেললাম।

আমরা ৩ জন বাংলাদেশের ছিলাম, রিশাদ বিগ ব্যাশ খেলছে। মোস্তাফিজ অনেক ভালো করেছে, আমিও মোটামুটি ভালো করেছি, রিশাদও ভালো করছে। এখন আবার বিপিএলে খেলা আছে, সামনে বিশ্বকাপ। এই অভিজ্ঞতাগুলো আশা করি বিশ্বকাপে কাজে লাগবে।'

দেশের বাইরে ফ্র‍্যাঞ্চাইজি লিগে খেলাটা কেন ক্রিকেটারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, সেটার স্বপক্ষে নিজের যুক্তি দিয়েছেন তাসকিন। সঙ্গে বিসিবিকেও ধন্যবাদ জানিয়েছেন খেলোয়াড়দের এনওসি দিয়ে সুযোগটা করে দেয়ার জন্য।

তাসকিন বলেন, 'ভিন্ন ভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার থেকে অনেককিছু শেখার আছে। অনেক ধরনের কোচ থাকে, সবাই সবার অভিজ্ঞতা ভাগাভাগি করে, যেটা নিজের ক্রিকেটের উন্নতিতে অনেক কাজে আসে। বোর্ডকে ধন্যবাদ, তারা আমাদের এনওসি দেয়া শুরু করেছে। এটা আমাদের দেশের জন্য ভবিষ্যতে অনেক ভালো কিছু হবে আশা করি।'

অস্ট্রেলিয়ায় হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশে খেলছেন রিশাদ। সাত সমুদ্র পাড়ি দিয়ে সেখানেও নিজের প্রতিভা দেখিয়ে চলছেন এই লেগ স্পিনার। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাসকিন।

তিনি বলেন, 'রিশাদের গুগলিটা ভালো হচ্ছে৷ শুরুর দিকে ওর গুগলিটা অত ভালো ছিল না। অস্ট্রেলিয়ার কন্ডিশনে ওর বল ঘুরছে, এটা খুবই ইতিবাচক একটা দিক।'

আইপিএল নিলামে মোস্তাফিজের চড়া দামে বিক্রি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, মোস্তাফিজ বিশ্বক্রিকেটে প্রমাণিত একজন ক্রিকেটার। ও যদি ৯ কোটির জায়গায় ১৮ কোটিতে বিক্রি হতো, সেটাতেও অবাক হওয়ার কিছু নেই। কারণ ও এটা পাওয়ার যোগ্য। আইপিএলে অনেক ম্যাচ ভালো খেলেছে, আইএল টি-টোয়েন্টিতে তো দুর্দান্ত খেলেছে। এটা অবাক হওয়ার মতো কিছু না।'

তাসকিন বিপিএলে যোগ দেয়ার আগেই বিপিএলে ঘটে গিয়েছে এক মর্মান্তিক ঘটনা। টুর্নামেন্টের দ্বিতীয় দিন অনুশীলনের সময় হার্ট অ্যাটাকে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেট তপ বটেই তাসকিনের ব্যক্তিগত কোচ এবং বয়সভিত্তিক কোচ হিসেবে কাজ করেছেন তিনি। তার মৃত্যু নিয়ে কথা বলতে গিয়ে খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি।

এ প্রসঙ্গে তাসকিন বলেন, 'এটা খুবই মর্মান্তিক। জাকি স্যার অনূর্ধ্ব-১৫ থেকে আমার খুবই পছন্দের একজন কোচ। শুধু আমারই না, লোকাল যত পেসার আছে, সবাই তাকে পছন্দ করত। স্যার ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাকে বেহশত নসিব করুক। এটা আমাদের দেশের জন্য বড় ক্ষতি। তবে সবারই একদিন যেতে হবে।'

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
৪৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে এনসিপি Dec 29, 2025
img
জায়রার মতোই বাংলাদেশের মিডিয়া থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী লুবাবা Dec 29, 2025
img
কেন্দ্রীয় কার্যালয়ে নামাজ আদায় করলেন তারেক রহমান Dec 29, 2025
img
স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে : হাসনাত আব্দুল্লাহ Dec 29, 2025
img
অধিনায়কত্ব হারানোর পর দল থেকেও বাদ সৈকত, নোয়াখালীর নেতৃত্বে কে? Dec 29, 2025
img
নির্বাচনকে ভণ্ডুল করার জন্য অপচেষ্টা চলবে : সাবেক প্রতিমন্ত্রী Dec 29, 2025
img
মঙ্গলবার ছাত্র-যুবকদের মুখোমুখি হবেন জামায়াতে আমির Dec 29, 2025
img
৩ বিয়ে ও এক রক্ষিতা, ব্যতিক্রমি চরিত্রে অর্জুন Dec 29, 2025
img
মনোনয়নপত্র জমা দিতে পারলেন না হিরো আলম Dec 29, 2025
img
নতুন করে শুরু করার ঘোষণা দিলেন মাহফুজ Dec 29, 2025
img
নির্বাচনে সারজিসকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী Dec 29, 2025
img
ঝালকাঠি-১ আসনে জামায়াতের চূড়ান্ত মনোনয়ন পেলেন ড. ফয়জুল হক Dec 29, 2025
img
বিপিএলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে বিসিবির সোনার বাংলা টি-টোয়েন্টি লিগ Dec 29, 2025
img
ভোট করবেন না আসিফ মাহমুদ, থাকবেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে Dec 29, 2025
img
ঢাকা-১১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নাহিদ ইসলাম Dec 29, 2025
img
সিরাজগঞ্জ-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত নেতা রফিকুল ইসলাম খান Dec 29, 2025
img
এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সামান্তা শারমিন Dec 29, 2025
img
এবারের নির্বাচনে বিএনপি কার্যত একা হয়ে পড়েছে : ডা. তাহের Dec 29, 2025
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু Dec 29, 2025
img
এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন না আসিফ মাহমুদ : নাহিদ ইসলাম Dec 29, 2025