পাকিস্তানের ক্রিকেট অঙ্গনের পরিচিত মুখ অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের ব্যক্তিগত জীবনে নেমে এসেছে বড় ঝড়। স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করার কথা নিজেই প্রকাশ করেছেন এই ক্রিকেটার। আর সেই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক অভিযোগ তুলেছেন সানিয়া। খবর ডন'র।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ইমাদ ওয়াসিম জানান, দীর্ঘদিনের মতবিরোধ ও সমস্যার কারণে তিনি আইনগতভাবে বিচ্ছেদের পথে হাঁটছেন। একই সঙ্গে তিনি অনুরোধ করেন, তাদের ব্যক্তিগত বিষয় যেন জনসমক্ষে আলোচনা না করা হয় এবং পুরোনো ছবি বা সম্পর্কের স্মৃতি শেয়ার করা থেকে সবাই বিরত থাকেন। সন্তানদের দায়িত্ব তিনি পালন করবেন বলেও উল্লেখ করেন ইমাদ।
তবে ইমাদের এই ঘোষণার কিছুক্ষণ পরই সানিয়া আশফাকের পোস্ট নতুন মাত্রা যোগ করে আলোচনায়। সেখানে তিনি অভিযোগ করেন, দাম্পত্য জীবনে তিনি মানসিক নির্যাতন আর অবহেলার শিকার হয়েছেন। এমনকি গর্ভাবস্থায়ও তাকে একা ফেলে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। সানিয়ার অভিযোগ, তৃতীয় পক্ষের হস্তক্ষেপই তাদের সম্পর্ক ভাঙার অন্যতম কারণ।
তিনি আরও জানান, এসব বিষয়ে তার কাছে প্রমাণ রয়েছে এবং সত্য আড়াল করতে কেউ তাকে হুমকি দিলে আইনি পথে যাবেন।
উল্লেখ্য, বর্তমানে ঢাকা ক্যাপিটালসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে সিলেটে অবস্থান করছেন পাকিস্তানি তারকা ইমাদ।
এসকে/এসএন