আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে মোট ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টার মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ সকল মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
এর আগে ওই আট আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে সাতজন, টাঙ্গাইল-২ (গোপালপুর- ভূঞাপুর) আসনে পাঁচজন, টাঙ্গাইল - ৩ (ঘাটাইল) আসনে সাতজন, টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনে সাতজন, টাঙ্গাইল -৫ (সদর) আসনে ১১ জন, টাঙ্গাইল-৬ (নাগরপুর- দেলদুয়ার) আসনে ১২ জন, টাঙ্গাইল-৭ ( মির্জাপুর) ছয়জন এবং টাঙ্গাইল-৮ (বাসাইল- সখীপুর) আসনে ১০ জন প্রার্থী রয়েছেন।
ইউটি/টিএ